অমিত জানা, বেলদা: গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদায় (Belda) জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। গুরুতর জখম কন্টেনার চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন: গতকাল রাত ৩টে নাগাদ লরিকে ধাক্কা মারার পর, চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 


গভীর রাতে আগুন হাওড়ায়: এদিকে গভীর রাতে হাওড়ার সালকিয়ায় পুরনো বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে দোতলা বাড়ি। ভিতরে আটকে পড়েন বয়স্ক দুই ভাইবোন। পরে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। গতকাল রাত ২টো নাগাদ সালকিয়ার অরবিন্দ রোডের ওই বাড়িতে আগুন লাগে। ৩টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা আড়াই পর আগুন নিয়ন্ত্রণে এলেও, সব আসবাবপত্র পুড়ে যায়। দুই ভাইবোন মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয়রা জানিয়েছেন। দমকলের প্রাথমিক অনুমান, লম্ফ জাতীয় কিছু থেকে আগুন লাগে।                                                                               


চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন:  গত সপ্তাহে চেতলায় (Chetla) ঝুপড়িতে আগুন (Fire) লাগে। দুই শিশু-সহ মা ও বাবা আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।


স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়। চারজনকেই SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এক ব্যক্তি জানান, মূল গেটেই আগুন লেগে যায়। আমার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভেতরে ঢোকার কোনও অবস্থা ছিল না। তাই দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়। 


আরও পড়ুন:  Narendra Modi : 'লড়াই চলবে' দিল্লির বৈঠকে বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার কথা মোদির মুখে