অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত। এমনটাই অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খড়গপুরের (Kharagpur) এক রেলকর্মী। প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এনিয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। ভয়ঙ্কর বিভ্রাটের অভিযোগ। অপারেশন হওয়ার কথা ছিল বাঁ হাতের (Left Hand)। কিন্তু কাটা গেল ডান হাত। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। প্রতিকার চেয়ে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, থানা-সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে রেলকর্মী সুভাষ দাসের পরিবার।
পরিবার সূত্রে খবর, ২ মাস আগে দুর্ঘটনার পর সুভাষ দাসের বাঁ হাতে প্লেট বসানো হয়। গতমাসে সেই প্লেট খোলার জন্য একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি। পরিবারের অভিযোগ, বাঁ হাতে অস্ত্রোপচারের কথা থাকলেও, তাঁর ডান হাতে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হওয়ায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডান হাত কেটে বাদ দিতে হয় রেলকর্মীর। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া।এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
ডান ওভারির (Ovary) বদলে বাঁ ওভারিতে (Ovary) অস্ত্রোপচারের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনায়। ভুল অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত কিডনি বাদ দিতে হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটার (Gaighata) দম্পতি। অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। চড়ুইগাছির বাসিন্দা বছর ৩৪-এর অনিতা রায়ের দাবি, বারাসতের (Barasat) সেবায়ন নার্সিংহোমে ডান ওভারিতে সিস্ট অস্ত্রোপচারের জন্য ভর্তি হন তিনি। অপারেশনের পর শরীরে একাধিক সমস্যা শুরু হয়। সমস্যা বাড়তে থাকায় চেন্নাইয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, ডান নয় বাঁ দিকের ওভারিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁ কিডনি। এরপর বাদ দিতে হয় তাঁর বাঁ দিকের কিডনিটি।
আরও পড়ুন: Darjeeling News: সেবক-রংপো রেললাইনের কাজ চলাকালীন দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক