অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: একদিন পার, এখনও মেলেনি খোঁজ। সুবর্ণরেখা নদীতে (Suvarnarekha river) তলিয়ে যাওয়া যুবকের খোঁজে নামল সিভিল ডিফেন্স। স্পিড বোট নামিয়ে শুরু হল তল্লাশি।                        


যুবকের খোঁজে নামল সিভিল ডিফেন্স: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতন থানার অন্তর্গত সিংদা গ্রামের বাসিন্দা তিন যুবক। গতকাল সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়েছিলেন তাঁরা। দুজন ফিরে এলেও বিষ্ণুপদ প্রামাণিক নামে বছর কুড়ির ওই যুবক ফেরেননি। স্থানীয়দের তৎপরতায় শুরু হয় খোঁজ। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেলেনি হদিশ। এরপরই সিভিল ডিফেন্সের সাহায্য নেওয়া হয়। ইতিমধ্যেই এক দল সুবর্ণরেখা নদীতে খোঁজ শুরু করেছে। নামানো হয়েছে স্পিড বোটও।           


                          



বিসর্জন দিতে গিয়ে বিপত্তি: গত মাসে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীতে (Hooghly River) তলিয়ে যান এক যুবক। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করতেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁকিনাড়ার বাসিন্দা ২৪ বছরের কিষাণ সাহু। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, কারখানার বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা। ভাটার টানে নদীতে তলিয়ে যান কিষাণ। নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রের সুপারভাইজার ছিলেন তিনি। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে বিসর্জন দিতে হয়েছিল। নদীর জলে বিসর্জনের পর সকলে উঠে এলেও পাড়ে ওই যুবকের জুতো পড়ে থাকায় সন্দেহ হয়। খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। গতকাল সহকর্মীদের সঙ্গে কারখানার প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যান ওই যুবক। রাতেই হুগলি নদীতে তল্লাশিতে নামেন সিভিল ডিফেন্সের কর্মীরা। লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকায় পা পিছলে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়। এই ঘটনার এক মাস কাটতে না কাটতেই ফের নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল।                       


আরও পড়ুন: North 24 Parganas Weather: বর্ষা বিদায় পর্ব শুরু, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?