সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের জল সঙ্কট, পানীয় জল না পেয়ে এইবার সোজা প্রধানের বাড়িতে গ্রামবাসীরা। ঘটনাটি ঘাটালের (Ghatal) মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা আজ সোমবার সকালে মনসুকার পার্বতীচোখ, কোন্দরপচোখ সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা তিন মাস ধরে জল পাচ্ছে না তারা এই অভিযোগ নিয়ে সোজা প্রধানের বাড়িতে। পানীয় জলের সমস্যা নিয়ে গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন ধরেই এই সমস্যা। স্কুল থেকে icds সেন্টার কথাও জল যাচ্ছে না। অনেক দুর থেকে জল বয়ে আনতে হচ্ছে, এছাড়া নানান অভিযোগ জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রী পন্ডিত সাতিক বলেন, ''P H E দফতরের নজরদারির অভাবে এই সমস্যা, জল  সর্বাহ ঠিক ঠাক হয়না, পাইপ লাইন বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে সেগুলোই সারাচ্ছে না,আমরা দফতরে অনেক বার জানিয়েছি আবারও জানাব।''


জল সঙ্কট রাজ্যজুড়ে


প্রখর দাবদাহে শুকিয়ে গেছে দ্বারকেশ্বর নদ (Dwarakeswar River)। সঙ্কট মোকাবিলায় মুকুটমণিপুরে (Mukutmonipur) কংসাবতী (Kangsabati) জলাধার থেকে ক্যানেলের সাহায্যে ছাড়া হল জল। বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) দাবি, দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় মিটবে পানীয় জলের সমস্যা। 


অসহ্য গরম! রাস্তায় বেরলেই গলা শুকিয়ে যাচ্ছে। তার মধ্যেই জলের জন্য হাহাকার! কল থাকলেও, তাতে দিনের বেশিরভাগ সময় জলের দেখা মেলে না। গরমে বাঁকুড়া শহরে জলকষ্টের এই ছবি নতুন কিছু নয়। এই কষ্ট থেকে মানুষকে রেহাই দিতে এবার বিকল্প পথে হাঁটল বাঁকুড়া পুরসভা।


সাধারণত দামোদর (Damodar) ও দারকেশ্বর (Dwarakeswar) থেকে জল নিয়ে বাঁকুড়া শহরে (Bankura) সরবরাহ করা হয়। কিন্তু তীব্র গরমে দারকেশ্বরের জলস্তর নেমে গেছে। তাই পরিস্থিতি সামাল দিতে মুকুটমণিপুরে (Mukutmonipur), কংসাবতীর জলাধার থেকে জল ছেড়ে ক্যানেলের সাহায্যে আনা হচ্ছে দারকেশ্বরে।


আরো পড়ুন: তৃণমূলের জয়ের হ্যাটট্রিকের বর্ষপূর্তি, মা-মাটি-মানুষ দিবস-পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর