কলকাতা : তৃণমূলের জয়ের হ্যাটট্রিক । আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) প্রত্যাবর্তন! ঠিক এক বছর আগের কথা। ফের নবান্নে ফুটল ঘাসফুল! তৃণমূলের ঝুলি ভর্তি করে ভোট দিল সাধারণ মানুষ! ৪৮ শতাংশের বেশি ভোট পেয়েছে রাজ্যের শাসক দল। বিপুল ভোটে তৃতীয়বার ক্ষমতার ফেরা। সেই সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের প্রত্যাশাচিত্র প্রকাশিত। রাজ্যের সবুজায়নের দিনের এক বছর পার। বর্ষপূর্তিতে তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রীর বার্তা জনগণকে।
এবার থেকে ২ মে, মা-মাটি-মানুষ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ট্যুইটে তাঁর দাবি, গত বছর এই দিনেই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছিল, দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মানুষের অদম্য সাহসের পরিচয়।
গত বছর ২ মে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়। দিনটিকে স্মরণ করে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, ২০২১-এর ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এই দিনে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ। সবসময় আপনাদের যথাসাধ্য সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
গত বিধানসভা ভোটে ভরাডুবি হয় বিজেপির। কার্পেট বোম্বিংয়ের মতো বাংলায় প্রচার করেও, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদ থেকে হঠাতে পারেননি নরেন্দ্র মোদি-অমিত শাহ। তারপর থেকেই বারবার ভোটপরববর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। সোমবারও, বছর পার করে একই অভিযোগ করলেন বিজেপির রাজ্য নেতারা। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে বিজেপি! সোমবার কলকাতায় মহামিছিল করবে বঙ্গ বিজেপি।