সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: খানাখন্দে ভরা রাস্তা। নিত্যদিন দুর্ঘটনার আতঙ্ক। বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের (Daspur) ১ নম্বর ব্লকের বেশকিছু স্কুল পড়ুয়া। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


কয়েক পা অন্তর বড় বড় গর্ত। পিচের প্রলেপ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। দিনদশেক আগে এই রাস্তাই প্রাণ কেড়েছে এক সহপাঠীর। তারপরেও হাল ফেরেনি রাস্তার। এবার বেহাল রাস্তার হাল ফেরাতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের (Daspur) ১ নম্বর ব্লকের কলমিজোড় এলাকায় অর্থ সংগ্রহে পথে নামল বেশ কিছু  স্কুল পড়ুয়া।  


হাতে থাকা ব্যানারে লেখা, আমাদের স্কুলে যাওয়ার রাস্তা খুব খারাপ। সরকার উদাসীন। রাস্তা সারানোর জন্য মুক্ত হস্তে দান করুন। পথচলতি মানুষের কাছে তাদের আবেদন, যা পারেন তাই দিন। আমরা দাসপুর ১ নম্বর ব্লক প্রশাসনের হাতে তুলে দেব। 


স্থানীয় সূত্রে খবর, চলতি মাসে এই রাস্তায় গাড়ির ধাক্কায় স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে সাড়ে ৪ ঘণ্টা ধরে চলে অবরোধ। 


ঘটনাস্থলে পুলিশ গেলে এক পুলিশকর্মীর পা জড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায় এক মহিলাকে। সেদিন প্রশাসনক দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলেও এখনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথে নামে পড়ুয়ারা। তাদের পথে নামাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


পশ্চিম মেদিনীপুর, তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর, অজিত মাইতির কথায়, বাচ্চারা প্রতিবাদ না করলেও আমরা রাস্তা ঠিক করে দিতাম। বাচ্চারা করলে তো কিছু বলতে পারব না। তবে পিছনে কেউ থাকলে ঘৃণ্য রাজনীতি।


বিজেপির (BJP) ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি, তন্ময় দাসের কথায়, লজ্জার দিন। বাচ্চারা টাকা তুলে দিচ্ছে। তারপরও মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। বিধায়কের উদাসীনতা। রাজনীতি চলছেই। এসবের মধ্যে প্রশ্ন একটাই, বেহাল রাস্তার হাল ফিরবে কবে?