কলকাতা: আজই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি। ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। ফোনেই এই বিষয়ে পর্ষদ সভাপতিকে অবগত করার নির্দেশ দিলেন বিচারপতি। মামলাকারীদের দাবি, ২০১৪ বা ২০১৭, কোনও বারেই প্রাথমিক টেটের নম্বর প্রকাশ্যে আনেনি পর্ষদ। যাঁরা দুটি টেটেই পাশ করেছেন, তাঁরা যদি নম্বর জানতে পারেন তাহলে যে টেটে তাঁরা বেশি নম্বর পেয়েছেন, সেই টেটের শংসাপত্র সদ্য শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় জমা দেবেন। ফলে নিয়োগে তাঁরা বর্ধিত সুবিধা পাবেন বলে দাবি মামলাকারীদের। এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার মামলার শুনানি।
২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে। গতকালে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
TET’এর OMR শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ। এ প্রসঙ্গে, পর্ষদকে ভর্ত্সনা করে, বিচারপতি বলেন, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত। এই পদ্ধতি আদালতের মনে সন্দেহ তৈরি করছে। পর্ষদের যে কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও আদালত সন্দিহান।
বিচারপতি আরও বলেন, কত OMR Sheet নষ্ট করা হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা বলা নেই। সংখ্যাটা প্রায় ১২ লক্ষ ৯৫ হাজার। ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে কার কার OMR Sheet নষ্ট হল তাও পর্ষদের অজানা। এর প্রায় মাস খানেক পর, সোমবার, হাইকোর্টে, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের ওঠে OMR শিট প্রসঙ্গ। এদিন ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ২০ লক্ষ নয়, ২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী।
প্রায় ২০ লাখ আবেদন জমা পড়েছিল। কিন্তু পরীক্ষায় বসেছিলেন, ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। বাকিরা অনুপস্থিত ছিলেন। এই ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী, প্রত্যেকের OMR Sheet-ই নষ্ট করা হয়। OMR শিট নষ্ট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে CBI।