ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেঙ্গি (Dengue) প্রতিরোধের পদক্ষেপ নিয়ে পঞ্চায়েত দফতরের আধিকারিকদের সঙ্গে নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এদিকে, ডেঙ্গি প্রতিরোধে আধা শহরাঞ্চলে জল ও আবর্জনা নিষ্কাশনে এখন থেকেই কোমর বেঁধে নামতে চাইছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব: দিকে দিকে স্বজন হারানোর কান্না। রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি সংক্রমণ। সেই সঙ্গেই বাড়ছে ডেঙ্গি আক্রান্ত মৃতের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত এক যুবকের। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মঙ্গলবার, নবান্নে পঞ্চায়েত দফতরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, বুধবারও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন স্বাস্থ্য ও নগরোন্নয়ন দফতরের সচিব, সব মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২ বছর ধরে শহরতলিতে প্রাথমিকভাবে ডেঙ্গির প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সেখানকার মানুষ শহর এবং অন্য়ত্র যাতায়াত করছেন। ফলে শহরতলি থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গি সংক্রমণ। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাজি বলেন, দেখা গিয়েছে, "ডেঙ্গি বেশি হয় শহরতলিতে। মানুষের কাজকর্ম, বসতি শহরের মতো অথচ নিকাশি শহরের মতো নয়। যার ফলে মশা জন্মানোর মতো অনুকূল পরিস্থিতি রয়ে যায়। আবর্জনা জমা জল সরিয়ে ফেলা গেলে লার্ভা জন্মাবে না। লার্ভা না জন্মালে মশার সংখ্যা কমানো যাবে এবং ডেঙ্গি ঠেকানো যাবে।''
এই পরিস্থিতিতে ডেঙ্গি সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা ছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সহ ৮টি ডেঙ্গি প্রবণ জেলার পঞ্চায়েতের আধিকারিক ও সদস্য়দের নিয়ে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হল বিশেষ কর্মশালা। যেখানে জল, আবর্জনা নিষ্কাশন নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্পেশাল কমিশনার সুক্তিশীতি ভট্টাচার্য বলেন, “আধিকারিকদের ডেকে এনে কর্মশালা করছি। এই সমস্ত জায়গায় যাতে আবর্জনা নিষ্কাশন,জল নিষ্কাশন ঠিক নেই। যার ফলে বাড়বাড়ন্ত হচ্ছে। সেগুলো যাতে এবছর থেকেই শুরু করা যায়। প্রশাসনের থেকে পঞ্চায়েতের আধিকারিকদের শেখানো ও সচেতন করা। আবর্জনা ঠিক ঠাক সরানো হচ্ছে না। কী করা উচিত।’’ আগামী বছর ডেঙ্গির বাড়বাড়ন্ত ঠেকাতে এখন থেকেই আধা শহরাঞ্চলে জল ও জঞ্জাল নিষ্কাশনে ব্য়বস্থা নিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। প্রত্য়েক মাসে কাজের পর্যালোচনা করা হবে। শহর এবং গ্রামাঞ্চলেও জল ও আবর্জনা নিষ্কাশনে নজর দেওয়া হবে।
আরও পড়ুন: Alipurduar News: উঠল দূর হঠো স্লোগান, অন্তর্বতী উপাচার্যকে ঘিরে কালো পতাকা আলিপুরদুয়ারে