Mithun Chakraborty: হিন্দু ভোট এককাট্টা করতে মিঠুনের মুখে বাংলাদেশ। বর্ষীয়ান বিজেপি নেতা বলেছেন, বাংলাদেশ শুধু ট্রেলার দেখিয়েছে। এরপর বাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সন্দেহ। এখনও ৯ শতাংশ মানুষ আমাদের ভোট দেয় না। এবার আমাদের ভোট দিন, এটা অস্তিত্বের লড়াই। হিন্দু ভোট এককাট্টা করতে বার্তা মিঠুন চক্রবর্তীর। 

মিঠুন চক্রবর্তী বলেছেন, এখনও ৯ শতাংশ হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে অনুরোধ করছি এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এরপরে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। যে ৯ শতাংশ হিন্দু এখনও ভোট করে না, তাঁদের অনুরোধ করছি, এবার ভোট করুন। নইলে আসন্ন নির্বাচনে, যদি আমরা জিততে না পারি, তাহলে হিন্দু বাঙালি যাঁরা রয়েছেন, তাঁদের জন্য খুবই কষ্টের দিন আসতে চলেছে। 

তবে মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বাংলাদেশের কথা বলে পশ্চিমবঙ্গে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। মিঠুনকে পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। তিনি আরও বলেছেন, ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের চেষ্টা চলছে। উনি এই কথা মুম্বইতে গিয়ে বলতে পারবেন? বাংলাদেশের কথা বলে এই রাজ্যের কোনও অশান্তি চেষ্টা হলে তা এ রাজ্যের মানুষ সহ্য করবে না। 

হিন্দু ভোট এককাট্টা করতে বেশ কয়েকদিন ধরেই ময়দানে নেমেছে। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলা, শহরতলিতে পড়েছে পোস্টার। সেখানে বার্তা দেওয়া হয়েছে বিধানসভা ভোটের আগে সব হিন্দু একজোট হওয়ার। হিন্দু হিন্দু ভাই ভাই, এই বয়ানে পোস্টারের পাশাপাশি রামনবমীর উৎসবকে কেন্দ্র করেও জমি শক্ত করতে তৎপর বিজেপি নেতারা। বৃহস্পতিবার হাইকোর্টের অনুমতি নিয়ে বারুইপুরে সভা করেছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরের সভা থেকেই ভাল করে রামবনবমী পালনের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, হিন্দুরা জেগে গেছেন। এবার বড় করে রামনবমী হবে, তারপর হনুমান জয়ন্তী। বারুইপুরের সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর। 

অন্যদিকে চেনা মেজাজে রয়েছে আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষ। রামনবমী নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন তিনি। পুলিশ বাধা দিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলীপের। রামনবমীর শোভাযাত্রায় যুবকরা লাঠি নিয়ে বেরোবে। যেখানে পুলিশ বাধা দেবে, মিছিল করে গিয়ে থানা ঘেরাও হবে। এক কোটিরও বেশি হিন্দু রাস্তায় নামবেন, হুঁশিয়ারি দিলীপের। খড়গপুরের রামনবমীর প্রস্তুতি বৈঠকে গদা হাতে দিলীপ। লাঠিও খেললেন তিনি। অন্যদিকে, রামনবমীর আগে চড়ছে পারদ, কলকাতায় প্রচার মিছিল। ৬ এপ্রিল মৌলালী থেকে ট্যাংরা পর্যন্ত মিছিলের ডাক হিন্দুত্ববাদী সংগঠনের। রামনবমীর শোভাযাত্রার প্রচারে ট্যাংরায় লিফলেট বিলি।