নয়া দিল্লি: বর্তমানে ওড়িশা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে বিজেপির প্রথম সরকারের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি ওড়িশা সফর করছেন। সেখানের একটি জনসভায় ভাষণও দিয়েছেন তিনি। সেই বক্তৃতায় G7 সম্মেলন থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ এসেছে।
মোদি বলেছেন, “আমি দু'দিন আগে G7 শীর্ষ সম্মেলনের জন্য কানাডা গিয়েছিলাম। তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে বলেন কানাডায় এসেছেন যখন, ওয়াশিংটন ঘুরে দেশে ফিরুন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, কথা বলব। কিন্তু আমি মার্কিন রাষ্ট্রপ্রধানকে বলেছিলাম আমন্ত্রণের জন্য ধন্যবাদ। কিন্তু আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি আপনাদের ভালবাসা এবং ভক্তি আমাকে ওড়িশায় নিয়ে এসেছে।"
২০২৪ সালের জুনে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ওড়িশা সফরে আসা মোদি ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং "ওড়িশা ভিশন ডকুমেন্ট" উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল ও সেচ, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়ক এবং রেল পরিকাঠামো।
জি৭ সামিট সেরে কানাডা থেকে ফেরার পথে নরেন্দ্র মোদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ যে এবার রাখতে পারবেন না, তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, আগে থেকেই বেশ কিছু পরিকল্পিত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সেকথাই ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুই রাষ্ট্রনেতা অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন, এমনটাই জানা গিয়েছে।