কলকাতা: মেটার হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল। ফলোয়ারদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য় এই ফিচার। কমিউনিটির মতো নয় এটি। অনেকটাই একমুখী প্ল্যাটফর্ম। টেক্সট মেসেজ, ছবি, ভিডিও থেকে শুরু করে যে কোনও বার্তা এখানে দিতে পারবেন যাঁর চ্যানেল তিনি। তা নিমেষে পৌঁছে যাবে বহু সংখ্যক ফলোয়ারের কাছে, যাঁরা সেই চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের কাছে।               

  


হোয়াটসঅ্যাপ চ্যানেল আদতে এটি One Way Broadcast Tool- কম সময়ে বিপুল সংখ্যক দর্শকের কাছে বার্তা পৌঁছতে ব্যবহার করা যাবে এটি। কোনও ব্যক্তি, কোনও ব্যবসায়িক সংস্থা বা কোনও সংস্থা এই চ্যানেল তৈরি করে তার মাধ্যমে তথ্য বা কোনও খবর সরবরাহ করতে পারবে।                                


হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবে কীভাবে?


অ্যান্ড্রয়েডে কীভাবে?


হোয়াটসঅ্যাপ খুলে যেতে হবে Updates ট্যাবে। 


স্ট্যাটাস/স্টোরি সেকশনের নীচেই চ্যানেল সেকশন দেখা যাবে। 


সেখানে + আইকনে  ক্লিক করতে হবে, সেখানেই দেখা যাবে Create Channel অপশন।


ক্লিক করলেই দেখা যাবে হোয়াটসঅ্য়াপ চ্যানেলের নিয়মকানুন এবং গাইডলাইন পড়ে নিতে হবে।


এবার চ্য়ানেল আইকনে গিয়ে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। চ্যানেলের নাম লিখতে হবে, দিতে হবে চ্যানেলের ডেসক্রিপশন


তারপরেই Create Channel- ক্লিক করতে হবে।


iOS-এ কীভাবে?


হোয়াটসঅ্যাপ খুললেই Updates ট্যাব রয়েছে। সেখানে যেতে হবে। 


স্ক্রল করে যেতে হবে একেবারে নীচে, সেখানে চ্যানেল সেকশন রয়েছে।


সেখানে + আইকন রয়েছে, সেখানে গিয়ে Create Channel -এ ক্লিক কর। তারপর Continue-এ ক্লিক                


এবার চ্য়ানেল আইকনে গিয়ে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। চ্যানেলের নাম লিখতে হবে, দিতে হবে চ্যানেলের ডেসক্রিপশন


কীভাবে WhatsApp Channels ব্যবহার করবেন, ডাউনলোড, শেয়ার করবেন?                               


Channel Window - অনেকটাই কনভার্সেশন স্ক্রিনের মতো।


অ্যাডমিন হিসেবে, মেসেজ বক্সে আপডেট দেওয়া যাবে। মেসেজ লিখে Send বাটন ক্লিক করলেই পৌঁছে যাবে মেসেজ


হোয়াটসঅ্যাপের বাইরে অন্য অ্য়াপেও মেসেজ পাঠাতে পারে।


আরও পড়ুন: এবার ওলা ইলেক্ট্রিক আনছে আইপিও, অক্টোবরে SEBI-র কাছে যাবে ড্রাফ্ট পেপার