কলকাতা: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়ে এ প্রশ্ন অবান্তর মনে হলেও, টেকনোলজিকে ব্যবহার করে যেভাবে বাড়ছে অপরাধ সেখানে দ্বিমত তৈরি হচ্ছে। যেমন সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। যত দিন যাচ্ছে, তত বেশি নিরপরাধ মানুষ প্রতারকদের কবলে পড়ছে এবং টাকা হারাচ্ছে মুহূর্তেই। 


সম্প্রতি কলকাতার এক মহিলা হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নজরে পড়েছেন। তবে তিনি একা নন। কলকাতা পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের মতে এটা নয়া ট্রেন্ড শুরু হয়েছে। স্ক্যামারদের নজরে পড়েছেন কলকাতার মহিলারা। কীভাবে চলছে এই কাজ? প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। তারপর সেটিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে পরিচিতিকে টাকা দেওয়ার মেসেজ পাঠানো হচ্ছে। যে মেসেজ সাইবার ক্রাইম দফতরের কাছে জমা পড়েছে প্রতারিতদের থেকে তার সবক'টি মেসেজে লেখা রয়েছে, 'গুরুতর সমস্যায় পড়েছি। কলকাতার বাইরে আছি। শহরে ফিরতে কিছু টাকার প্রয়োজন'।


জানা গিয়েছে, ৪৫ বছরের এক মহিলা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানান যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। তাঁর পরিচিত সকলের কাছে টাকা চাওয়ার মেসেজ পাঠানো হয়েছে তাঁর ফোন থেকে। অভিযোগকারী বলেছেন যে তার বাড়ির ওয়াই-ফাই গত সপ্তাহে আচমকাই কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি তার টেলিকম পরিষেবা প্রদানকারীর কাছে অভিযোগও দায়ের করেছিলেন।


এরপর তিনি টেলিকম সংস্থার তরফে একটি ফোন পান। 401 দিয়ে শুরু হওয়া একটি নম্বর থেকে কল আসে। সেখানে একটি কোড ডায়াল করতে বলা হয় তাঁকে। মহিলাকে আশ্বস্ত করা হয়েছিল যে তিনি এই নম্বর ডায়াল করলে তার Wi-Fi সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। হঠাৎই তিনি আবিষ্কার করেন যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি এখন ওড়িশায় রয়েছেন এবং বাড়ি ফিরতে টাকা লাগবে এই মেসেজ যায় সকলের কাছে। 


তিনি একা নন, কলকাতার একাধিক মহিলা এই একই প্রতারণার শিকার হচ্ছেন। এই বিষয়ে সতর্ক করছেন কলকাতা পুলিশ। পুলিশ সম্প্রতি এই নতুন ট্রেন্ড নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে সতর্ক করেছেন সকলকে। সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, "হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে! আপনি যদি এই ধরনের বার্তা পান এবং আপনার হোয়াটসঅ্যাপ পরিচিতি তালিকার কোনো ব্যক্তি (এমনকি পরিচিত হলেও) আপনাকে এটি ফরোয়ার্ড করতে বলেন, তাহলে অনুগ্রহ করে তা করবেন না। প্রতারকরা এটি ব্যবহার করছে। আমরা এরকম কয়েকটি অভিযোগ পেয়েছি এবং আপনার সহযোগিতা চাইছি।"