আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কে আদিবাসীদের বেশি কাছের? রাষ্ট্রপতি ভোটে বিধানসভায় (WB Assembly) এই প্রশ্নেই টক্কর দেখা গেল বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC)। আদিবাসী সমাজে যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, এদিন সেইরকম উত্তরীয় পরে বিধানসভায় (WB Assembly) ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে, এদিনই আদিবাসী গানে গলা মেলান তৃণমূল বিধায়ক ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মাণ্ডি।
কে আদিবাসীদের বেশি কাছের? পঞ্চায়েতের আগে সব দলের নজর এখন আদিবাসী ভোট-ব্যাঙ্কের দিকে। কে আদিবাসীদের কত কাছের? রাষ্ট্রপতি ভোটে যেন তারই মহড়া দেখা গেল বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) মধ্যে। ভোটে ডুয়ার্স ও জঙ্গলমহলে নির্নায়ক শক্তি আদিবাসী ভোটব্যাঙ্ক! রাষ্ট্রপতি নির্বাচনে দ্রোপদী মুর্মুকে প্রার্থী করার পর থেকে বিজেপি দাবি করছে, তারাই প্রকৃতভাবে আদিবাসীদের পাশে আছে। সোমবার ভোট দিতে বিধানসভায় আসা অধিকাংশ বিজেপি বিধায়কের গলাতেও ছিল বিশেষ ধরনের উত্তরীয়। আদিবাসী সমাজে এই যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, তাকে বলা হয় পাঞ্জি। এদিন সেইরকম উত্তরীয় পরেই বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। উল্টোদিকে বিধানসভায় ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসী গানের মধ্যে দিয়েই বিজেপিকে কটাক্ষ করেন, বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৫৩ লক্ষ আদিবাসী রয়েছে। যা মোট জনসংখ্যার ৫.৮ শতাংশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর....এই জেলাগুলিতে বহু সংখ্যক আদিবাসীর বাস। লোকসভা ভোটে এই জেলাগুলির ৯ আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয় বিজেপি। বিধানসভা ভোটে আবার এই জেলাগুলিতে বিজেপির সঙ্গে তৃণমূলের কড়া টক্কর হয়। আর এবার সামনে পঞ্চায়েত ভোট। তার আগে সেই আদিবাসী ভোটব্যাঙ্ক দখলের জন্যই জোর যুদ্ধ।
আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের দিনে অন্য মুডে মদন, করিডরে তখন লম্বা লাইন