অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যেসব পডুয়া এখনও জলদাপাড়া বেড়াতে যায়নি, তারা ঘুরে আসতে পারে বনবিতান থেকে। সেখানে তৈরি করা হয়েছে মিনি অভয়ারণ্য়। তবে, জঙ্গলের জন্তু জানোয়ার জীবন্ত নয়, সবই রেপ্লিকা! ছাত্রছাত্রীদের জন্য় এখানে আছে নেচার স্টাডির ব্য়বস্থা। 


এ যেন একটুকরো জলদাপাড়া। একশৃঙ্গ গণ্ডার থেকে চিতাবাঘ। হাতি থেকে হরিণ। কী নেই এখানে! তবে এখানে জন্তু-জানোয়ারের একটিও জীবন্ত নয়। সবই রেপ্লিকা। সল্টলেকের বনবিতানের ভিতর ৭০ একর জায়গা জুড়ে এমনই এক অভয়ারণ্য় তৈরি করেছে বন দফতর। এ যেন কলকাতার বুকে একখণ্ড মরুদ্য়ান!


যেখানে এসে জল-জঙ্গল, বন্যপ্রাণী, জলদাপাড়া অভয়ারণ্য়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে কচি কাঁচারা। সঙ্গে রয়েছে নেচার স্টাডিজ-এর ব্য়বস্থাও। শনিবার, এখানে বেড়াতে আসে লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের ছাত্রীরা। উপস্থিত ছিলেন বন দফতরের কর্তারাও। জঙ্গলে না গিয়েও জঙ্গল দেখার সুযোগ। বন-বিতানে কয়েকঘণ্টা সময় কাটিয়ে খুশি কচিকাঁচারাও।


বারাণসী-কলকাতা ছুঁয়ে বাংলাদেশ হয়ে অসম, 'বিশ্বের বৃহত্তম নদী-প্রমোদতরী' 


উল্লেখ্য, শুরু হয়ে গিয়েছে 'বিশ্বের সবথেকে বড় নদী-প্রমোদতরী' (River Cruise)। এর যাত্রাপথ মোট ৫১ দিনের। এই ক্রুজকে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ বলে দাবি করা হচ্ছে। 


দীর্ঘ দিন যাত্রা: ৫১ দিন ধরে যাত্রার পরে MV Ganga Vilas ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে নদীপথে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে।


কোন পথে প্রমোদতরী? যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে  MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। তারপর সেখান থেকে নদীপথে পৌঁছবে কলকাতা। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা। পরদিন সেটা ঢাকার দিকে রওনা দেবে। পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে  MV Ganga Vilas. তারপরে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। শিবসাগর ডিব্রুগঢ় এসে পৌঁছবে বিলাসবহুল সেই ক্রুজ।


একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি। বারাণসীর গঙ্গা আরতি, সারনাথ, মায়ং-মাজুলিও যাবে এই ক্রুজ। ২৭টি নদীপথ নিয়ে প্রায় ৩২০০ কিলোমিটার পথ ৫১ দিনে অতিক্রম করবে MV Ganga Vilas. তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন।


আরও পড়ুন: Cold wave in India: ঝরনা নাকি বরফের দেওয়াল? চোখ জুড়োবে কাশ্মীরের এই জায়গা