সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাংলায় কড়া নাড়ছে শীত (Winter Update)। কলকাতায় আরও একটু নামল পারদ। এরই মধ্য়ে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল ২৫ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার ২৬ নভেম্বর নিম্নচাপ তৈরির আশঙ্কা। ২৭ শে নভেম্বর সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম( ‘Michaung’ pronunciation - Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। ঘূর্ণিঝড় হলে চলতি বছরে বঙ্গোপসাগরে এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে। ২৬ তারিখ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ কটা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। আগামী চার দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে আরও পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
উত্তরে মনোরম আবহাওয়া: উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়।
কলকাতায় শীতের আমেজ: কলকাতায় আজ পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমছে রাতের তাপমাত্রা। সকাল সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা। উইকেন্ডে শীতের আমেজ বেশি অনুভূত হবে। মরশুমের প্রথম ১৮ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। গতকালের আজ আরও একটু নেমেছে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি কম।