সুনীত হালদারস, শালিমার: দক্ষিণ-পূর্ব রেলের এজিএম পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগ। আরপিএফের হাতে গ্রেফতার যাত্রী। গতকাল রাতে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-কুরলা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ঝাড়গ্রামের বাসিন্দা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এসি টু-টিয়ারে ভ্রমণ করছিলেন। অভিযোগ, টিকিট দেখতে চাওয়ায় নিজেকে দক্ষিণ-পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র দেখান ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় ওই যাত্রীকে ঝাড়গ্রাম স্টেশনে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। 


গতকাল রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার কুরলা এক্সপ্রেসে। আরপিএফ সূত্রে খবর সৌরিশ বন্দ্যোপাধ্যায় নামে ঝাড়গ্রামের এক বাসিন্দা নিজেকে দক্ষিণ পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ওই ট্রেনের এসি কোচের দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করছিলেন। তাঁর কাছেকোনও বৈধ টিকিট ছিল না। ট্রেনের টিকিট পরীক্ষক যখন তার কাছ থেকে টিকিট দেখতে চান তখন তিনি কোনও টিকিট দেখাতে পারেননি। তার পরিবর্তে  ওই যাত্রী তাকে একটি ভুয়ো পরিচয় পত্র দেখান।


পরিচয় পত্র দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। এর পর ঝাড়গ্রাম স্টেশনের কাছে তাঁকে আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, ওই যাত্রী নিজেকে এজিএম পরিচয় দেন এবং ভুয়ো পরিচয় পত্র দেখান। তাই তাঁকে রেলওয়ে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।


দক্ষিণ ২৪ পরগনায় ভুয়ো ডাক্তার: অন্যদিকে ভুয়ো ডাক্তারের (Fake Doctor) খোঁজ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনায়। পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসক (MBBS)। করা হল গ্রেফতার (Fake Doctor Arrested)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গোসাবার (Gosaba) ঘটনায় চাঞ্চল্য।

 

পুলিশের জালে ভুয়ো ডাক্তার: ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসককে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় চেম্বার খুলেছিলেন তিনি। এমবিবিএস পরিচয় দিয়ে এলাকায় চিকিৎসা করতেন সোমনাথ ভট্টাচার্য নামের এক ব্যক্তি। 

 

দিন কয়েক আগেই সোমনাথ ভট্টাচার্যের চেম্বারে চিকিৎসা করাতে আসেন এক দম্পতি। তাদের কিছু সমস্যা হওয়ায় ওই চিকিৎসকের উপর সন্দেহ হয়। এরপর ওই দম্পতি সুন্দরবন কোস্টাল থানার দ্বারস্থ হন। এরপর অভিযুক্ত ওই চিকিৎসক সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায় ধৃত সোমনাথ ভট্টাচার্য তাঁর চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট ঠিকঠাক দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্তকে ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে বলে জানান পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায় হাওড়ার লিলুয়া থেকে দীর্ঘদিন আগেই সুন্দরবন কোস্টাল থানা এলাকায় একটি চেম্বার খোলেন সোমনাথ ভট্টাচার্য। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি গোসাবা থানার আরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন। এছাড়া আরও খবর, এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল সুন্দরবন কোস্টাল থানায়।