কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর, এবার সরাসরি 'মুখ্যমন্ত্রীর' নাম নিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও যাবতীয় জিজ্ঞাসাবাদের পর, প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) গ্রেফতার করেছে ইডি (ED)। আর এই ঘটনার পরপরই একটি লম্বা ট্যুইট করেছেন তিনি। এবার করলেন সাংবাদিক বৈঠক। শুভেন্দু বলেছেন, 'মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া, এত বড় দুর্নীতি, কখনই জ্য়োতিপ্রিয় মল্লিকের করা সম্ভব ছিল না।'

  


এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'বাকিবুর রহমানের আবিষ্কার হওয়ার পরে ক্রমশ পরিষ্কার হচ্ছে, যে এটাতে বাকিবুর রহমান একটা ইন্সট্রুমেন্ট ছিলেন। কিন্তু বাকিবুর রহমানের প্রটেকটর, মেন্টর, গাইডার ছিলেন ১১ থেকে ২১ এর খাদ্যমন্ত্রী (২০১১-২০২১), উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অত্যন্ত আত্মার আত্মীয় জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দীর্ঘ জেরার পর গ্রেফতার হওয়ার মধ্য় দিয়ে, এই দুর্নীতির কিংপিন তিনি আপাতত ইডির কাস্টডিতে গেছেন। কিন্তু আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক সামনে ছিলেন। তাঁর তোলা অর্থের বড় অংশ, মুখ্যমন্ত্রী তথা শাসকদলের কাছে গিয়েছে।এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া, এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কখনই একজন জেলা স্তরের নেতার করা সম্ভব ছিল না।..'  






প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।  


আরও পড়ুন, আদালতে অজ্ঞান জ্যোতিপ্রিয়, কোথায় নেওয়া হবে মন্ত্রীকে ? জানালেন আইনজীবী


 এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, 'এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। ধৃত মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের তালিকা তুলে ধরে।'