কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ৭৫ লক্ষ টাকা নগদ। সঙ্গে ৪ ভরি সোনার গয়না। একসঙ্গে চুরি (theft) যাওয়ায় বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু একী! পুলিশি তদন্তে উঠে গেল, প্রেমিকের (lover) সঙ্গে যোগসাজশ (conspiracy) করে এই বিশাল চুরির ষড়যন্ত্র করেছিলেন ওই বাড়িরই মহিলা সদস্য। রানিগঞ্জের (raniganj)সুকান্ত পল্লীর ঘটনা। পুলিশের তদন্তে বিষয়টি সামনে আসতেই এলাকায় সাড়া পড়ে যায়।


কী হয়েছে? 


গত ২৫ জুন সুকান্ত পল্লীর বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে তোলপাড় ফেলে দেওয়ার মতো ওই চুরির ঘটনা ঘটে। অভিযোগ যায় পুলিশে। সময় নষ্ট না করে তদন্ত শুরু করে রানিগঞ্জ থানা। কিন্তু জিজ্ঞাসাবাদের গোড়া থেকেই অভিজিতের স্ত্রী মমতা রাওয়ানির কথায় অসঙ্গতি ধরা পড়ছিল বলে দাবি পুলিশ সূত্রে। সে সময়ই তদন্তকারীরা জানতে পারেন, মমতা ধানবাদে আইন নিয়ে লেখাপড়া করছেন। ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে বলে দাবি। জানা যায়, সেখানেই নবীন সিং নামে এক ব্যক্তির সঙ্গে মমতার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। নবীন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশের বক্তব্য, দুজনে মিলেই অভিজিতের বাড়িতে চুরির ছক কষেছিলেন। রীতিমতো পরিকল্পনা করেই ২৫ জুন বাড়ির তালা খুলে রাখেন মমতা। সেই সুযোগ বুঝে ঘরে রাখা ৭৫ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট দেন নবীন। মমতাকে জেরা করে নবীনের ফোনের টাওয়ার লোকেশন বের করে রানিগঞ্জের পুলিশ। শেষ পর্যন্ত কলকাতা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মমতাকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া ৭৫ লক্ষ টাকা ও ৪ ভরি গয়নাও। 


'একই ধরনের অপরাধ আগেও'...


গত এপ্রিলে কিছুটা একই রকম ঘটনার সাক্ষী থেকেছিল মেদিনীপুর শহর। তবে সেখানে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। প্রেমিকের ‘কথা মতো’ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে মাকে খাইয়ে খুন করার অভিযোগ উঠেছিল নাবালিকা মেয়ের বিরুদ্ধে। ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ওঠে মেয়েটির প্রেমিক ও প্রেমিকের বাবা-মার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ওই ঘটনায় চার জনকেই গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।
এবার প্রেমিকের সঙ্গে যোগসাজশে চুরির অভিযোগ নিজের বাড়িতেই। 


আরও পড়ুন:অর্পিতার কাছে এত সম্পত্তি কীভাবে? উত্তর খুঁজছে ইডি