সন্দীপ সরকার, কলকাতা : নিরাপত্তা ছিল আঁটোসাঁটো । অন্যদিনের থেকে বেশিই ছিল নিরাপত্তা ব্যবস্থা। তারই মধ্যে জুতো উড়ে এল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে। জোকা ইএসআই (ESI )থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )  হুইল চেয়ারে চড়ে। চারিপাশ ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। 


পার্থর দিকে জুতো
এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পার্থর দিকে জুতো ছুড়ে দিলেন এক মহিলা। তিনিই সেখানেই চিকিৎসার জন্যই এসেছিলেন বলে খবর। এই ঘটনা ঘটানোর পর অবশ্য ওই মহিলা পালাননি। রীতিমতো ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কোটি-কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে রাগে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, ‘আমি ওঁকে জুতো মারতে এসেছি ... মেরে খালি পায়ে ঘরে যাচ্ছি। গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’ । এরপর অবশ্য পার্থ চট্টোপাধ্যায়কেও তড়িঘড়ি ওই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। 



 নিরাপত্তায় বাড়তি নজর
আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ মঙ্গলবার ফের জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করা হয়। পার্থ-অর্পিতার নিরাপত্তায় বাড়তি নজর ছিল ইডি-র। কনভয়ে ৬টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে আছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।


বিস্ফোরক অর্পিতা
মঙ্গলবারই সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ' এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে এই টাকা আমার ঘরে ঢোকানো হয়েছে। ' দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। এদিন জোকা ESI হাসপাতালে ঢোকার মুখে এই মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে আগের দিন দাবি করলেও, এদিন এই নিয়ে কথা বলেননি পার্থ। 


দিকে দিকে ইডির তল্লাশি 


অন্যদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলে মঙ্গলবার সকাল থেকে। বরানগরের নেল আর্ট শপে ইডি তল্লাশি অভিযান চালায়। হানা দেওয়া হয় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে । 
ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে যান ইডি-আধিকারিকরা। অন্যদিকে আবার মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযান করেন  ইডি-র আধিকারিকরা । এখন, এখান থেকেও কি উদ্ধার হবে কোটি কোটি টাকা ? সেদিকেই তাকিয়ে সকলে।