কলকাতা : বিশ্ব পরিবেশ দিবসে ডক্টর'স চয়েসের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। সাধারণ পরিবেশ দিবসের দিন গাছপালা, বাতাস ও সমুদ্র নিয়েই আলোচনা হয়। বাদ পড়ে যায় আমাদের বিশ্বেরই অন্যান্য প্রাণীকূল। এবার তারাই আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠল।
কীভাবে এটি অর্জন করল ডক্টর'স চয়েস ? কলকাতার আলিপুর চিড়িয়াখানার ১০টি প্রাণীর দায়িত্ব নিল ডক্টর'স চয়েস। তাদের সবার্ধিক যত্ন করতে গুরুত্বপূর্ণ ব্যবস্থাও নেওয়া হবে।
এই উদ্যোগটিকে আরও সার্থক করে তুলতেই আলিপুর চিড়িয়াখানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সভাপতিত্ব করেন রাজ্যের বনসম্পদ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
৫ জুন দুুপুর ২টো নাগাদ সম্মানীয় অতিথিদের বরণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউবিজেডিএ-র MS সৌরভ চৌধুরি। তাঁকে স্বাগত জানিয়ে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ অনুষ্ঠান। চিড়িয়াখানার ১০টি পশুকে দত্তক নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সেখানে।
পরিবেশ ও তার কোলে বসবাসকারীদের জন্য সকলেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলির কোনওটাই ছোট নয় বলে মনে করিয়ে দিলেন মার্কেটিং ও কমিউনিকেশনের হেড শিবম আগরওয়াল।
অন্যদিকে আইটি হেড সূর্য আগরওয়ালের কথায়, সাসটেনেবিলিটি এখন সময়ের চাহিদা। ডক্টর'স চয়েস সেই বিষয়টিকে অনেকটাই গুরুত্ব দেয় বলে জানালেন তিনি। আবার, ডক্টর'স চয়েসের এমডি ও সিইও বিজয় আগরওয়ালের কথায়, "এখন সময় এসে গিয়েছে, অগ্রগতির সংজ্ঞাকে পুনর্নিধারিত করা। পাশাপাশি যারা একই বিশ্বে আমাদের সঙ্গে বাস করে, তাদের কথা ভাবা।"
এইদিনের অনুষ্ঠানে ডক্টর'স চয়েস আরও কিছু ব্যাপারেও অগ্রণী ভূমিকা নিয়েছে। এইদিন স্থানীয় চত্বরে গাছ লাগিয়ে ও ক্যালকাটা রাউন্ড টেবিল ৪-এর সঙ্গে যৌথভাবে ২৫০ সুবিধাবঞ্চিত শিশুদের অনুষ্ঠানে এনে অনু্ষ্ঠানটিকে আরও সার্থক করে তোলা হয়।
চিড়িয়াখানায় যাঁরা প্রাণীদের চর্চা করেন, তাঁরাও যেন বঞ্চিত না হয়, তাই তাঁদের হাতে ব্র্যান্ডেড টি শার্ট এইদিন তুলে দেওয়া হয়।
শুধু এটুকু নয়, জয়ের সাফল্য আরও বড় করতে শহরের বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানকেও এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তার প্রত্যুত্তরে অনেকের কাছ থেকেই আশাব্যঞ্জক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
এই দিনের আরেকটি প্রাপ্তি ছিল শিশুদের চোখের আনন্দ। বিশ্বকে বাঁচাতে পশু, পরিবেশ ও জঙ্গলে এই বদলগুলি আনার ব্যাপারে তারা যথেষ্টই ইচ্ছুক।
ডিসক্লেমার: এই নিবন্ধটি একটি ফিচার্ড প্রতিবেদন। ABP অথবা ABP LIVE কর্তৃক সম্পাদিত নয়। ABP বা ABP LIVE এখানে প্রকাশিত মতামতকে সমর্থন/সাবস্ক্রাইব করে না। উল্লিখিত অনুচ্ছেদে বর্ণিত সব কিছুর জন্য অথবা উল্লিখিত নিবন্ধে বর্ণিত/নির্দিষ্ট ভাবনা, মতামত, ঘোষণা, ডিক্লেয়ারেশন, যাচাইকরণ ইত্যাদির জন্য আমরা ABP Live বা ABP Network কোনওভাবেই দায়ী থাকব না। সেই অনুসারে পাঠকদের কোনও বিষয়ে বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।