ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: ভোট পরবর্তী সন্ত্রাসের (WB Post poll Violence) জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘরছাড়া প্রচুর বিজেপি (BJP) কর্মী। এর মাঝেই জানা গেল, লোকসভা ভোটে (Loksabha Elections 2024) তৃণমূল (TMC) ওই এলাকা থেকে জেতেনি বলে একটি ওয়ার্ডের পানীয় জল (Drinking water) পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল পুরসভার তরফে। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের (Rampurhat) ৫ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, লোকসভা ভোটে লিড দিতে পারেনি। তাই ওই ওয়ার্ডের বাসিন্দাদের শাস্তি দিতে সেখানকার পানীয় জল বন্ধ করে দিয়েছে রামপুরহাট পুরসভা। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
আরও পড়ুন: South 24 Parganas: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো-টোটোর বচসা, মহেশতলায় বন্ধ পরিষেবা
ওই ওয়ার্ডের বাসিন্দা রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা যান্ত্রিক ত্রুটির জের। তার জন্যই জল বন্ধ হয়ে গিয়েছিল। আমি নির্দেশ দিয়েছিলাম দ্রুত পানীয় জল চালু করার। সেটা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে চালু হয়ে গেছে। আর অনেক ওয়ার্ডেই তৃণমূল লিড পাইনি। সেখানে তো জল বন্ধ হয়নি। এটা বিজেপির মিথ্যা অভিযোগ।"
তবে এলাকাবাসীরও অভিযোগ, লোকসভা ভোটে এই ওয়ার্ডে তৃণমূল জিততে না পারার জন্য বৃহস্পতিবার সকাল থেকে জল বন্ধ করে দেয়। এমনকী জলের বিদুৎ সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়। বাসিন্দাদের ব্যবহারের জন্য থাকা সরকারি শৌচালয়ে তালা মেরে দেয়। বৃহস্পতিবার সকালে এলাকার বেশ কিছু মানুষ পুরসভায় গিয়ে চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে আসেন। এই বিষয়ে রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, "কী কারণে বন্ধ হয়েছে তা খোঁজখবর নিয়ে দেখব।"
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পেতেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূম জেলার নানা এলাকাতেও রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়। বিজেপি কর্মীদের উপর তৃণমূলের লোকেরা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। দুবরাজপুরের সদাইপুরে একজন বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ইট ছোঁড়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ঘটনায় বিজেপি নেতার বাবা ও ভাইকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে। যা নিয়ে যথেষ্ঠ শোরগোল উঠেছে জেলার রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: TMC Worker Beaten:এবার হাওড়ায় 'আক্রান্ত' তৃণমূল কর্মী, নির্বাচনী হিংসার অভিযোগ বাড়ছেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।