ঝিলম করঞ্জাই, কলকাতা: স্বাস্থ্য দফতরের (Swasthya Bhawan) পরিসংখ্যানে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগজনক তথ্য। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাত (Barasat) ও আমডাঙায় (Amdanga) ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। বেশ কিছু ব্লকে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বসিরহাট স্বাস্থ্য জেলার বাদুড়িয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলির শ্রীরামপুর, নদিয়ার রানাঘাটে। চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনায় ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। নদিয়ার রানাঘাট মিউনিসিপ্যালিটি এলাকার একাধিক অঞ্চলে বাড়ছে ডেঙ্গি। রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েতের অবস্থাও সুবিধার নয় । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হাওড়া শহরেও বাড়ছে । জ্বর আক্রান্ত রোগীদের রেফার করে হয়রানি না করার বিরুদ্ধেও সতর্কতা জারি।
ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান: গত বছরের মতোই ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ইতিমধ্য়েই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে একাধিক সহ নাগরিকের। চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই সপ্তাহেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। যার মধ্যে নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সবমিলিয়ে নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার একাধিক অঞ্চল এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এখন প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি: পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার বরানগর পুরসভার অভিযান চালাল পুরসভা। বরানগরের ১২নং ওয়ার্ডে একাধিক বাড়িতে মিলল মশার লার্ভা। ছাদে জমা জলে মিলল মশার লার্ভা। বাড়িগুলি চিহ্নিত করে নোটিস বরানগর পুরসভার। সচেতন না হলে পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বরানগর পুরসভা। এই পরিস্থিতিতে কোথাও ডেঙ্গি মোকাবিলায় ওড়ানো হল ড্রোন। কোথাও ছাড়া হল মাছ। এরইমধ্য়ে বাংলাদেশের তথ্য় ও সম্প্রচার মন্ত্রী ভারত সফরে এসে জানিয়ে দিলেন, সে দেশ থেকে আসা নাগরিকদের এদেশে রক্ত পরীক্ষার ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই।
ডেঙ্গি-নিধনে উড়ল ড্রোন, জমা জলে ছাড়া হল মাছ: বাংলাদেশ থেকে ডেঙ্গি আক্রান্ত অনেকেই এ দেশে আসেন। তাই উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া বেশি। বৃহস্পতিবারই বিধানসভায় উদ্বেগ প্রকাশ করে এই মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী। ইতিমধ্য়েই কলকাতা পুরসভার তরফে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে, যাঁরা বাংলাদেশ থেকে আসছেন, তাঁদের রক্তপরীক্ষা করানোর বন্দোবস্ত করা হোক। তা নিয়ে আপত্তি নেই বলে এ দিন জানালেন ভারত সফরে আসা বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ।
আরও পড়ুন: Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'-র বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট ইডি-র !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial