নয়াদিল্লি :  শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন যশবন্ত সিন্হা (Yashwant Sinha ) । সমর্থন করবে তেলঙ্গনা রাষ্ট্র সমিতি (TRS) র। যশবন্তের মনোনয়ন পেশের সময় হাজির থাকবেন রাহুল গাঁধী, শরদ পাওয়ার, অখিলেশ যাদব-সহ বিরোধী নেতারা।


তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) , সৌগত রায় (Sougata Ray )  নাদিমুল হক। এছাড়াও, যশবন্ত সিন্হার মনোনয়ন পেশের সময় থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao (KCR) ও TRS-এর কার্যকরী সভাপতি কে টি রামা রাও (KT Rama Rao । 


বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই তিনি ট্যুইটে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ট্যুইটে লেখেন, মমতাজি আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দলের কাজ থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত, তিনি আমার এই সিদ্ধান্ত অনুমোদন করবেন।

আরও পড়ুন :


রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে বিতর্কিত পোস্ট, বিপাকে পরিচালক রামগোপাল ভার্মা


এবার রাইসিনার রেসে বিজেপির প্রাক্তনীর সঙ্গে লড়াই বিজেপি প্রার্থীর। রাষ্ট্রপতি নির্বাচনে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে  বিরোধীরা। রাইসিনার রেসে বিরোধী প্রার্থী ঘোষণা করা হয়  যশবন্ত সিনহাকে, যিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। তিনি আবার অটলবিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে সঙ্গে সঙ্গেই তাঁকে সমর্থনের ঘোষণা করে কংগ্রেস-সিপিএম সহ একাধিক বিরোধী দল। অন্যদিকে, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে  বিজেপি নেত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে। এই প্রথম কোনও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গাঁধী, ফারুক আবদুল্লা, প্রার্থী হতে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্হার নাম উঠে আসে।