রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ) : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় ট্রেনের ধাক্কায় (Train Hits) মৃত্যু হয় তাঁর। শুক্রবারের এই ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা সংলগ্ন রেললাইন এলাকায়। এখনও পর্যন্ত মৃত ওই যুবতীর নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সামশেরগঞ্জ থানা ও রেল পুলিশের আধিকারিকরা। তাঁরা যুবতীর নাম-পরিচয় জানার চেষ্টা করছেন।
কী করে ঘটল এই দুর্ঘটনা ?
এদিন ধুলিয়ান গঙ্গা স্টেশনের দিক থেকে রেললাইন ধরে হেঁটে নতুন ডাকবাংলার দিকে আসছিলেন ওই যুবতী। সেই সময় হঠাৎ পেছন থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন ধাক্কা মারে তাঁকে। ট্রেনের ধাক্কায় ছিটকে পাশের নয়নজুলিতে পড়েন ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত মাসেই দুর্ঘটনা-
গত মাসেই মোবাইল ফোনের (Mobile Phone) নেশা কাড়ে প্রাণ। রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় (Train Hits) মৃত্য়ু হয় দুই যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বজবজ-শিয়ালদা শাখার আকড়া স্টেশন সংলগ্ন এলাকায়। আপ-ডাউন লাইনে দুটি ট্রেন চলে আসায় লাইন থেকে সরে যাওয়ার সময় পাননি দুই যুবক।
রাত আনুমানিক ১০টা ৪০ মিনিট। রেললাইনের ওপর বসে মোবাইলে গেম খেলছিলেন ওই দুই যুবক। সেই সময় শিয়ালদহগামী একটি পণ্যবাহী ট্রেন এবং অন্য লাইন দিয়ে বজবজগামী একটি ট্রেন চলে আসে। কিন্তু তখন ওই দুই যুবক মোবাইলে গেম খেলায় এতটাই আসক্ত ছিলেন যে তাঁরা গাড়ি আসার বিষয়টি বুঝতেই পারেননি। আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকেন এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা এবং অপর আরেক যুবক আকড়া ফটকের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা যায়। দু'জনেরই বয়স ১৮ থেকে ২০-র মধ্যে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় রেলওয়ে (Indian Railway) বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে আগের থেকে ১০ গুণ বেশি টাকা সাহায্য় করবে সরকার। সম্প্রতি এই পরিমাণ বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ (Railways)। ২০১২,২০১৩ সালে শেষবার সংশোধিত হয়েছিল এই পরিমাণ। বোর্ড জানিয়েছে,এখন থেকে ট্রেন দুর্ঘটনা বা কোনও অপ্রীতিকর ঘটনায় মৃত ও আহত যাত্রীদের পরিবারকে দেওয়া অর্থের পরিমাণ সংশোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বরের একটি সার্কুলার এনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়।