নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যতই এগিয়ে আসছে, ভারতীয় জার্সি গায়ে মাঠে নামার আগ্রহ ও উত্তেজনা ততই বাড়ছে ফুটবলারদের। আগামী বছর জানুয়ারিতে এশিয়ান কাপের আসর বসবে সেখানে, যেখানে বছর খানেক আগে বিশ্ব ফুটবলের সেরা আসর বসেছিল। সেই কাতারেই হতে চলেছে এ বারের এশিয়ান কাপের মূলপর্ব এবং গতবারের মতো এ বারেও তাতে অংশ নেবে ভারত। তারই প্রস্তুতি চলছে এখন। যার অন্যতম অংশ মালয়েশিয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া মারডেকা কাপ।
এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে প্রথমে আয়োজক মালয়েশিয়ার মুখোমুখি হতে হবে আজ। ফিফা ক্রমতালিকায় ভারতের বর্তমান অবস্থান যেখানে ১০২ নম্বরে, সেখানে মালয়েশিয়ার অবস্থান ১৩৪-এ। ফিফা ক্রম তালিকায় তারা পিছনে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো যে মোটেই সোজা নয়, তা ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ স্বীকারই করে নিয়েছেন।
৯০ হাজার দর্শকাসনবিশিষ্ট বুকিত জলিল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে ভারতীয় দলের কোচ শুক্রবার জানিয়ে দিলেন, “আমাদের একটা ভাল ম্যাচের অভিজ্ঞতা হতে চলেছে। কারণ, সম্প্রতি ওরা (মালয়েশিয়া) ভাল খেলছে। চিন, সিরিয়ার মতো ফিফা ক্রমতালিকায় ওদের ওপরে থাকা দলের বিরুদ্ধে ওরা ঘরের মাঠে ড্র করেছে। আমাদের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথা হচ্ছিল। ও মাঠে নামার জন্য ছটফট করছে। এত দর্শকের সামনে ভাল খেলা দেখাবার তর সইছে না যেন। আমরা কাল জিতে ফাইনালে উঠতে চাই। আমি চাই দলের ছেলেরা কাল মাঠে নিজেদের উজাড় করে দিক”।
১৯৫৯ থেকে ভার মারডেকা কাপে ১৭ বার অংশ নিয়েছে। স্বাধীনতার পর আর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে এত বার খেলেনি ভারতীয় দল। আর মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত যত ম্যাচ খেলেছে, ৩১, অন্য কোনও দেশের বিরুদ্ধেও এত ম্যাচ খেলেনি ভারত। তাই মারডেকা আর মালয়েশিয়া ভারতীয় ফুটবলের ইতিহাসে বারবার ঘুরে ফিরে এসেছে। ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এমন একটি টুর্নামেন্টে অবশ্য কখনও সাফল্য পায়নি ভারতীয় ফুটবল দল। এ বার সেই নতুন ঐতিহাসিক মাইলফলকটিই প্রতিষ্ঠিত করতে চান সুনীল ছেত্রীরা।
ভারতীয় অধিনায়কের মতে, “বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স উন্নত করার একটা ভাল সুযোগ আমরা পাচ্ছি এই টুর্নামেন্টে। আমাদের কাছে একটা বড় পরীক্ষা, যার অপেক্ষায় রয়েছি আমরা। প্রথম ম্যাচেই এখন মনোনিবেশ করছি আমরা। এই ম্যাচ জিততে পারলে পরের ম্যাচ নিয়ে ভাবা যাবে”। শুক্রবারের ম্যাচে আয়োজক দেশকেই এগিয়ে রাখছেন কোচ স্টিমাচ। তাঁর বক্তব্য, “আমার মনে হয় প্রথম ম্যাচে মালয়েশিয়াই এগিয়ে। ওরা ঘরের মাঠে খেলবে এবং সম্প্রতি এখানে ওরা ভাল খেলেছেও। আমরা হয়তো ওদের কিছু সারপ্রাইজ দেব। কিন্তু ওদের সঙ্গে ওদের ৯০ হাজার সমর্থক থাকবে। আমাদেরও অ্যাওয়ে রেকর্ড ভাল নয়। এ দিক থেকে এই ম্যাচে ওরাই ফেভারিট”।
Indian Football Team: মারডেকা কাপের সেমিফাইনালে আয়োজক মালয়েশিয়ার সামনে আজ ভারত, প্রতিপক্ষকে সমীহ করছেন স্তিমাচ
ABP Ananda
Updated at:
13 Oct 2023 11:01 AM (IST)
Edited By: Goutam Roy
India vs Malaysia: ফিফা ক্রমতালিকায় ভারতের বর্তমান অবস্থান যেখানে ১০২ নম্বরে, সেখানে মালয়েশিয়ার অবস্থান ১৩৪-এ। ফিফা ক্রম তালিকায় তারা পিছনে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো যে মোটেই সোজা নয়
ভারতীয় ফুটবল দল (ছবি আইএসএল মিডিয়া)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
13 Oct 2023 11:01 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -