কলকাতা: উত্তর ২৪ পরগনার পানিহাটি উৎসবে, সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা! মেলা থেকে বেরিয়ে যাওয়ার পর অন্ধকার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তাঁর। মৃতের নাম তন্ময় সরকার(২৮)। বাড়ি ঘোলা থানা এলাকার অপূর্ব নগরে। পরিবারের তরফে খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪জনকে। ধৃতদের নাম দীপ অধিকারী(১৮), দেবজিৎ দাস(১৮), শিবম দাস(২০), আকাশ নস্কর(২২)। গত রবিবার, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে অমরাবতী মাঠে ছিল পানিহাটি উৎসব। সেখানে গান করতে এসেছিলেন অঙ্কিত তিওয়ারি। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন, তন্ময় সরকারের সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। এরপর, মেলা থেকে বেরিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও পরবর্তীতে, আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Continues below advertisement

রায়গঞ্জের পিকনিকে খুন

অন্যদিকে, বর্ষবরণের আনন্দই বিষাদের চেহারা নিল। রায়গঞ্জে বর্ষবরণের পিকনিকে গিয়ে খুন হতে হল যুব তৃণমূল নেতাকে। নিহত উত্তর দিনাজপুরের যুব তৃণমূল সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ। TMCP সদস্যদের বিরুদ্ধেই গুলি করে খুনের অভিযোগ উঠেছে নব্যেন্দুর মৃত্যুর পর। এই ঘটনায় গ্রেফতার ২ TMCP সদস্য পিন্টু সাহা ও শুভম পাল। ধৃতদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন যুব তৃণমূল নেতা, এমনটাই জানা গিয়েছে। ষড়যন্ত্র করে গুলি করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। এই ইস্যুতে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেছে, গোষ্ঠীদ্বন্দ্বে খুন হতে হয়েছে তৃণমূলকর্মীকে। তবে গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

Continues below advertisement

বর্ষবরণের রাতে স্যুইৎজারল্যান্ডে অঘটন

উল্লেখ্য়বর্ষবরণের রাতে বড় অঘটন ঘটে গিয়েছে স্যুইৎজারল্যান্ডে। বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল সুইস আল্পসের পর্যটকপ্রিয় ক্রান্সমন্টানা শহর। বিস্ফোরণে মৃত অন্তত ৪০, আহত ১০০ জন। জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায়ে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে একটি পানশালায় ঘটনাটি ঘটে। পানশালায় নববর্ষ উদযাপনের মাঝে একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় গোটা পানশালায়, আতঙ্কে শুরু হয় ছোটাছুটি

দিল্লিতে প্রতিবাদী খুন

দেশের রাজধানীতে প্রতিবাদী খুন! দিল্লির আদর্শনগরে, গালিগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ মৃত ব্যক্তির নাম বিহারী লাল। বাড়ির সামনের গলিতে বেশ কিছু যুবককে গালিগালাজ করতে দেখে থামতে বলায় হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম, হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করা হয়। এক অভিযুক্তকে পাকড়াও, বাকিরা উধাও, খোঁজ চালাচ্ছে পুলিশ।