আবির দত্ত, কলকাতা: সাতসকালে মা উড়ালপুলের (Maa Flyover Incident) ওপরে উঠে পড়লেন এক যুবক। উড়ালপুলের লোহার বিমের ওপর চড়ে কখনও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার হুমকি দিতে শুরু করেন তিনি। আবার কখনও ঝাঁপ দেওয়ার কথা বলেন। খবর পেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। যুবককে বুঝিয়ে নীচে নামিয়ে আনা হয়। কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ওই যুবক মা উড়ালপুলের ওপরে উঠলেন, খতিয়ে দেখা হচ্ছে।
কী ঘটেছিল?
পার্ক সার্কাস স্টেশনের উপর মা ফ্লাইওভারের যে 'আর্চ' রয়েছে, তাতে উঠে পড়েন ওই যুবক। কোন সময়ে উঠেছিলেন তা স্পষ্ট না হলেও দমকল তথা পুলিশের ধারণা, অন্তত দু-আড়াই ঘণ্টা তিনি ছিলেন সেখানে। তাঁকে উদ্ধারের জন্য ছুটে আসেন দমকল ও পুলিশ আধিকারিকরা। নিরাপদে নেমে আসার জন্য বারবার উৎসাহ দেওয়া হয় যুবককে। পরবর্তীকালে তিনি রাজি হন বলে দেখাও যায়। বিশেষ ল্যাডার করে তাঁকে নামিয়ে আনে দমকল। জানা যায়, যুবকের মাথায় কোনও কারণে আগে থেকেই আঘাত লেগেছিল। আপাতত, নিরাপদে নামিয়ে আনার পর যুবককে কড়েয়া থানায় নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে তাঁকে। মনোবিদদেরও সাহায্য নেওয়া হতে পারে বলে খবর।
উদ্ধারের সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন এমন করতে হল? জবাবে যুবক বলেন, কেন্দ্রের তরফে নানা প্রকল্পের টাকা তিনি পাচ্ছেন না। যুবকের মানসিক অবস্থা কী, সেটা বোঝার জন্য মনোবিদদের সাহায্য নেওয়া হচ্ছে।
আগে...
এর আগে, ২০২২ সালের নভেম্বরে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়তে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। পরে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। তবে সে বারও ওই ঘটনার জেরে হাওড়া স্টেশন চত্বরে শোরগোল পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ওই যুবককে নামানো সম্ভব হয়। ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছিল ব্রিজের নিরাপত্তা ব্যবস্থা। বিকেল তখন ৪টে। আর পাঁচটা দিনের মতো ব্রিজ দিয়ে যাতায়াত করছে যানবাহন। ঠিক সেই সময় ব্রিজের একেবারে মাথায় দেখা যায় এক যুবককে। কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। এরপর হেঁটে আসেন হাওড়ার দিকে। তাঁর পরনে ছিল না কোনও পোশাক। ওপর থেকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। মাঝেমধ্যে হাত জোড় করে নমস্কারও করছিলেন।খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা (Police Officials)। আসেন দকমল ও বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরাও। কৌতূহলবশত বহু মানুষ ভিড় জমিয়ে দেন ব্রিজের আশপাশে। ফলে, ব্রিজ দিয়ে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর গোলাবাড়ি থানার পুলিশ, দমকল কর্মী এবং কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মীদের সাহায্যে হাওড়ার দিক থেকে তাঁকে নামানো হয়।
আরও পড়ুন:শীতের কামব্যাকে ফের পারদ, সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া?