Bank of Baroda Job: ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ হবে। বিসি সুপারভাইজর হিসেবে হবে এই নিয়োগ। ইতিমধ্যেই এই নিয়োগের ব্যাপারে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ বরোদা। তবে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। কাজের দক্ষতার বিচার করে চুক্তি বাড়ান হবে প্রতি বছর। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থী নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। দেখে নিন সুপারভাইজর হিসেবে নিয়োগের ক্ষেত্রে কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।


শূন্যপদ


ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ। বিজনেস করেসপন্ডেন্ট পদে লোক নেওয়া হবে। তবে ব্যাঙ্কের এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে কতগুলি শূন্যপদ আছে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।


কাজের মেয়াদ


এই চাকরি স্থায়ী নিয়োগ নয়। মূলত চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। চুক্তির ন্যূনতম মেয়াদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্থির করা হয়েছে ৩৬ মাস অর্থাৎ ৩ বছর। প্রতি বছরের শেষে নির্বাচিত প্রার্থীর কাজের মূল্যায়ন করা হবে।


বয়সসীমা


ব্যাঙ্ক অফ বরোদায় বিসি সুপারভাইজর পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মী এবং তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্তদের জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। অন্যদিকে তরুণদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সসীমা ২১ বছর থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।


কী যোগ্যতা লাগবে


অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য প্রার্থীকে অবশ্যই কোনও পিএসইউ বা কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে চিফ ম্যানেজার ও সমতুল পদ থেকে অবসর নিতে হবে। ব্যাঙ্ক কর্মী হিসেবে অবসর নিলে তাঁর ট্র্যাক রেকর্ড ভাল হওয়া দরকার। অন্যদিকে সমস্ত আবেদনকারী অবসরপ্রাপ্ত প্রার্থীরই গ্রামীণ ব্যাঙ্কে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


তরুণদের ক্ষেত্রে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি সহ কম্পিউটারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। কিন্তু এমএসসি (আইটি), বি-ই (আইটি), এমবিএ, এমসিএ ইত্যাদি ডিগ্রি থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে বাছাই করে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই এই কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।


বেতন কত হবে


বিসি সুপারভাইজর পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ১৫,০০০ টাকা বেতন পাবেন এবং এর সঙ্গে অতিরিক্ত ১০,০০০ টাকার ভ্যারিয়েবল কম্পোনেন্ট থাকছে।


কীভাবে আবেদন করবেন


ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অনলাইনে ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদনপত্র পূরণ করে তা আবার প্রিন্ট আউট করে সমস্ত তথ্যাদি সহ পাঠাতে হবে নির্ধারিত ঠিকানায়। আগামী ১০ মে তারিখে বিকেল ৬টার মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।


আরও পড়ুন: UPSC Success Story: শেষ সুযোগেই বাজিমাত, কীভাবে এবার UPSC-র চৌকাঠ পেরোলেন বাংলার মেয়ে পারমিতা


Education Loan Information:

Calculate Education Loan EMI