UPSC Update: দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময় (Civil Services Main examination) পরীক্ষা হবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পরীক্ষার আগেই পরীক্ষার্থী ও অবিভাববকদের মনের সন্দেহ দূর করল UPSC। কী বলল কর্তৃপক্ষ ?
Civil Services Main examination: Union Public Service Commission (UPSC) একটি বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা ৭, ৮, ৯, ১৫ ও ১৬ জানুয়ারি হবে। করোনার বিধিনিষেধের জন্য পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাস্থালে পৌঁছতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে। পরীক্ষার্থীদের ই-প্রবেশপত্র(e-admit cards),পরিচয়পত্রগুলি (Identity card) যাতায়াতের পাস হিসাবে গণ্য করতে বলেছে পাবলিক সার্ভিস কমিশন। কোভিড সংক্রমণের পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে UPSC।
UPSC Civil Services Update: মূলত, তিনটি পর্যায়ে হয় এই সিভিল সার্ভিস পরীক্ষা। প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউয়ের মাধ্যমে হয় প্রার্থী নির্বাচন।Indian Administrative Service (IAS), Indian Foreign Service (IFS) and Indian Police Service (IPS) বাছাই হয় এই পরীক্ষার মাধ্যমে। বলা যেতে পারে, দেশের সর্বোচ্চ মর্যাদার পরীক্ষা হিসাবে ধারা হয় এই সার্ভিসকে।
সম্প্রতি সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন কিছু পরীক্ষার্থী। আদালতের কাছে তারা জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির সময় এই পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত। কারণ পরীক্ষার বেশিরভাগ কেন্দ্রই শহরে রয়েছে। যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণের আশঙ্কা বেশি। তাই আদালত যেন তাদের এই আবেদন ভেবে দেখে। এই বলেই অবশ্য় থেমে থাকেননি ওই পরীক্ষার্থীরা। তাঁরা জানান, তাদের মধ্যে এমন অনেক পরীক্ষার্থী আছেন, এটাই যাদের পরীক্ষায় বসার শেষ সুযোগ। সেই ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে গেলে তারাও বাড়তি সময় পাবেন।
Civil Services Main examination: কেন পরীক্ষায় সমস্যা ?
সিভিল সার্ভিস মেন পরীক্ষার্থীদের মতে, করোনাকালে পরীক্ষায় বসাটা তাদের ক্ষেত্রে বিশাল ঝুঁকি হয়ে যাবে। কারণ পরীক্ষা হলে ঢোকার আগে উপযুক্ত টেস্ট হবে না তাদের। সামান্য প্যারাসিটামল খেলেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে পরীক্ষার্থীদের। সেই ক্ষেত্রে সংক্রমণ নিয়ে পরীক্ষা দিতে আসবেন অনেকেই। ৬ ঘণ্টা সংক্রমিতদের সঙ্গে পরীক্ষা দিলে বাকিদের মধ্যেও এই ভাইরাস ছড়াবে। প্রথম পরীক্ষায় এই হাল হলে করোনা আক্রান্ত হতে পারনে যেকোনও পরীক্ষার্থী। একবার করোনা আক্রান্ত হলে স্বাভাবিক নিয়মেই পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবেন না তিনি। উল্টে কেবল পরীক্ষা দিতে এসে নিজের সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনকেও বিপদে ফেলবেন পরীক্ষার্থী।
Education Loan Information:
Calculate Education Loan EMI