Job News: এখনকার দিনে সিভি লেখা খুবই জরুরি হয়ে পড়েছে ভাল চাকরি পাওয়ার জন্য। মৌলিক স্বতন্ত্র সিভি না লেখার বদলে অনেকেই কপি-পেস্ট করে কাজ চালান সিভির ক্ষেত্রে, ফলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু তাতে আপনার ব্যক্তিগত ভাবনা-চিন্তার দৈন্যতা (CV Writing Tips) প্রকাশ পায়। প্রতিটি মানুষের কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও জীবন আলাদা, তাই একেকটি পদের চাকরির জন্য আলাদা আলাদাভাবে সিভি লেখা জরুরি। কী কী বিষয় মাথায় রাখতে হবে ভাল সিভি লেখার জন্য ?
সিভি থেকেই বোঝা যায় আপনার পেশাগত এবং শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে। আর সঠিক উপায় মানলে আপনার সিভিও খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। সিভির ফরম্যাটেও আনতে হবে বদল। আগেকার দিনে প্রার্থীর সমস্ত ধরনের তথ্যই থাকত সিভিতে, কিন্তু এখন তার বদলে সিভিতে (CV Writing Tips) শুধুমাত্র কাজের জগতের তথ্যই থাকে। এতে পেশাগত ইমেজ অনেক উন্নত হয়।
ব্যক্তিগত তথ্য উল্লেখ করা জরুরি
সিভি শুরু হওয়া দরকার ব্যক্তিগত তথ্য দিয়ে। নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি ইত্যাদি সঠিকভাবে থাকা দরকার। এই অংশে আপনার নামের পরেই নিচে থাকবে একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনার সম্পর্কে। আপনি এই অংশে নিজের ওয়েবসাইট থাকলে তারও উল্লেখ করতে পারেন। আপনার নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে।
কাজের অভিজ্ঞতা
আপনার ব্যক্তিগত তথ্যের পরে চাকরিদাতা নজর করবে আপনার কাজের অভিজ্ঞতা কী কী রয়েছে। এখানে কোন কোন সংস্থায় কী পদে কাজ করেছেন সেখানে আপনার দায়িত্ব বা দক্ষতা কী ছিল তাঁর উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এরপরে উল্লেখ করা দরকার আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে বিস্তারিতভাবে কোন কোন প্রতিষ্ঠানে আপনি কত বছর পড়াশোনা করেছেন, কী কী ডিগ্রি আছে, কী কী সার্টিফিকেট আছে তাঁর উল্লেখ করতে হবে আপনাকে। কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে কিনা তারও উল্লেখ করতে হবে এই অংশে।
দক্ষতা
আপনি যে পদের জন্য চাকরির আবেদন করছেন, তার অনুসারী হিসেবে কাজের দক্ষতার উল্লেখ করতে হবে আপনাকে। আপনার সিভি দেখে যেন চাকরিদাতা বুঝতে পারেন যে আপনি সেই পদের জন্য যোগ্য কিনা। আর আপনার দক্ষতা থেকে তবেই চাকরিতে আপনার নেওয়ার কথা ভাববেন চাকরিদাতা। টেকনিক্যাল স্কিল, ল্যাঙ্গোয়েজ স্কিল কিংবা অন্য কোনো বিশেষ সক্ষমতা থাকলে তার উল্লেখ করা দরকার এই অংশে।
অবজেক্টিভ
আপনি কোনো সংস্থায় কেন কাজ করতে চাইছেন ? কী উদ্দেশ্য রয়েছে আপনার সেটা স্পষ্ট কথায় সংক্ষেপে সিভিতে উল্লেখ থাকা বাঞ্ছনীয়। সংস্থার উন্নতির জন্য আপনি কী কী উপায়ে অবদান রাখবেন তাঁর ধারণা দেওয়া দরকার এখানে।
আরও পড়ুন: Recruitment News: প্রভিডেন্ট ফান্ড সংস্থায় লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ, বেতন ৬৫ হাজার পর্যন্ত
Education Loan Information:
Calculate Education Loan EMI