বিষয়- বায়োলজি 
শিক্ষক- ডঃ উৎপল অধিকারী


করোনাকালে (Corona Pandemic) অনভ্যাসের জের তৈরি হয়েছে অফলাইনে পরীক্ষায় (Offline Exam)। তাই উচ্চমাধ্যমিকের (Madyamik Exam 2022) আগে প্রয়োজন বিশেষ কিছু প্রস্তুতি। অনভ্যাসের জের ও হলে বসে পরীক্ষা না দেওয়ার জের চেনা ছন্দে ব্যাঘাত যাতে না ঘটায় তাই প্রয়োজন ঠান্ডা মাথায় নিজের প্রস্তুতির ওপর ভরসা রাখা। তাহলেই মুশকিল আসান। লেখার ধরণ হতে হবে প্রশ্ন-কেন্দ্রিক একেবারে টু দ্য পয়েন্ট। নির্দিষ্ট কিছু অধ্যায় অংশ ঝালিয়ে নিতে হবে ভাল ভাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ নিজের ওপর আস্থা রেখে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারা। ফল ভাল হবেই। আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি রইল বায়োলজির লাস্ট মিনিট সাজেশন (Uchha Madhyamik Exam Last Minute Suggestion)।


উচ্চমাধ্যমিকের বায়োলজিতে বেশি নম্বর পাওয়ার কতগুলি সহজ পন্থা



  • উচ্চমাধ্যমিকে পার্ট-এ এবং পার্ট-বি দুটি প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এর মধ্যে পার্ট-বি তে ১৮ নাম্বারের  প্রশ্ন এবং পার্ট-এতে ৫২ নম্বরের প্রশ্ন থাকে।

  • পার্ট-বি র ১৮ নম্বর এর মধ্যে ১৪ নম্বর MCQ এবং ৪ নম্বর শর্ট কোশ্চেন । MCQ এবং শর্ট কোশ্চেনের উত্তর, প্রদত্ত প্রশ্নপত্রেই লিখতে হয়।

  • MCQ-এ  ভুলের জন্য কোন নেগেটিভ মার্কস নেই।

  • পার্ট-এ প্রশ্নপত্রে মোট ৫২ নম্বর থাকে। উত্তরগুলি খাতায় পরিচ্ছন্নভাবে লিখতে হয়। বানান ভুল এবং খারাপ হাতের লেখার জন্য অনেক সময় নম্বর কাটার নির্দেশ থাকে।

  • প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর পর পর লিখতে হয়। এতে কোনও প্রশ্নের উত্তর না জানা থাকলে, আন্দাজমাফিক কিছুটা জায়গা ফেলে রেখে, পরের প্রশ্নের উত্তর করা প্রয়োজন।

  • খাতায় প্রথম কয়েকটি পাতাতে মোটেই কাটাকাটি করা উচিত নয়। গোটা গোটা হস্তাক্ষরে সঠিক উত্তর লিখলে পরীক্ষকের মনে ভাল প্রভাব পড়ে এবং তার প্রভাব পরে খাতার পরবর্তী অংশেও।

  • পূর্ববর্তী প্রশ্নের ধরন থেকে জানা যায়, উচ্চমাধ্যমিকে সাধারণত কোনও ছবি বা ডায়াগ্রাম আসে না। তাই ছবি প্র্যাকটিস করে যাওয়ার প্রয়োজন নেই।

  • বায়োলজিতে কখনই অবাঞ্জিত এবং অধিক উত্তর দেওয়া উচিত নয়। টু দ্য পয়েন্ট উত্তর লিখলে অধিক নম্বর পাওয়া যায়।


উচ্চমাধ্যমিকে আসতে পারে, এমন সম্ভাব্য কিছু প্রশ্ন-


সপুষ্পক উদ্ভিদের যৌন জনন



  • ইতর পরাগযোগের জন্য ফুলের তিনটি অভিযোজন লেখো। সেল্ফ স্টেরিলিটি কি?

  • অ্যানিমোফিলি বা বায়ুপরাগী ও এন্টোমোফিলি বা পতঙ্গপরাগী ফুলের পার্থক্য লেখো।

  • পোরোগামী ও চ্যালাজোগ্যামি কি? নির্ণীত নিউক্লিয়াস ও সস‍্যল নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কি কি?

  • পার্থক্য লেখো:  ১) সস‍্যল ও অসস‍্যল, ২) প্রকৃত ফল ও অপ্রকৃত ফল, ৩) পার্থেনোকার্পি ও পার্থেনোজেনেসিস

  • টিকা লেখো:- ক্লিস্টোগ‍্যামী, গেইটোনোগ্যামি, বহুভ্রুণবীজতা, অ্যাপোমিক্সিস, ইনকমপ‍্যাটিবিলিটি


মানব জনন



  • কাজ লেখো- ১) সেমিনাল ভেসিকেল ২) প্রোস্টেট গ্রন্থি ৩) কাউপার গ্রন্থি ৪) বার্থোলিন গ্রন্থি

  • সংজ্ঞা লেখো:  ১) ক্রিপট্অর্কিডিজ ২) স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটেলিওসিস ৩) স্পার্মিয়েশন ৪) পোলার বডি ৫) মেনার্কি ও মেনোপজ ৬) অ্যাক্রোজোম বিক্রিয়া ৭) ইমপ্লান্টেশন বা রোপন

  • রজঃচক্রের দশাগুলি কি কি? রজঃচক্র নিয়ন্ত্রনকারী তিনটি হরমোনের নাম লেখো।

  • মানুষের নিষেক পদ্ধতি সংক্ষেপে লেখ। পলিস্পার্মি নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি লেখো।

  • স্পার্মাটোজেনেসিস ও ঊজেনেসিসের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো।


জন্মগত স্বাস্থ্য



  • পরিবার পরিকল্পনার প্রতীক কী?

  • এসটিডির পুরো নাম কি? দুটি এসটিডির নাম লেখ?

  • সিফিলিস ও গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবের নাম লেখো। রোগ লক্ষণগুলি কি কি?

  • এইডস ও হেপাটাইটিস-বি সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো। এইডস রোগ কিভাবে প্রতিরোধ করা যায়?

  • জন্ম নিয়ন্ত্রণের দুটি স্থায়ী ব্যবস্থার নাম লেখ। টিউবেকটমি ও ভ‍্যাসেক্টোমি কী?

  • আমনিওসেনটোসিসের দুটি গুরুত্ব লেখ। ZIFT ও GIFT দুটি পার্থক্য লেখ।


বংশগতি ও প্রকরণ



  • সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতা, বলতে কি বোঝো? একটি করে উদাহরণ দাও।

  • সংজ্ঞা লেখো- প্লিওট্রপি, পলিজেনিক বংশগতি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, হলানড্রিক জিন

  • জিন ও ক্রোমোজোমের সম্পর্ক লেখ। নিউক্লিওজোমের সলিনয়েড মডেল কি? লিঙ্কার ডিএনএ এর মধ্যে কোন হিস্টোন প্রোটিন থাকে?

  • সেন্ট্রোমিয়ারের অবস্থান ও সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস করো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী?

  • TDF ও SRY এর পুরো নাম লেখ। মৌমাছির লিঙ্গ নির্ধারণে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পদ্ধতিটি কী?

  • পার্থক্য লেখো: সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিংকেজ

  • লিঙ্গ সংযোজিত দুটি রোগের নাম লেখ। ক্লাসিক হিমোফিলিয়া ও ক্রিস্টমাস হিমোফিলিয়ার কারণ কী?

  • সন্তানদের মধ্যে বর্ণান্ধ বেশি হয় কেন? বর্ণান্ধতার শ্রেণীবিন্যাস করো।

  • আলফা ও বিটা থ্যালাসেমিয়া্র দুটি পার্থক্য লেখ। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম ও ক্লাইনফিল্টার সিনড্রোমের কারণ ও দুটি করে রোগ লক্ষণ লেখ।


বংশগতির আণবিক ভিত্তি



  • হার্সে ও চেজ কিভাবে প্রমাণ করেন যে ডিএনএ একটি জিনগত বস্তু? ট্রান্সডাকশন কী?

  • নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড কী ?

  • ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটি সংক্ষেপে লেখো।

  • সেন্ট্রাল ডগমা কী? ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশাটি বর্ণনা করো।

  • মেসেলসন ও স্টলের পরীক্ষা থেকে কী প্রমাণিত হয় সংক্ষেপে লেখ।

  • সংক্ষেপে লেখো: ওকাজাকি খন্ডক, রেপ্লিকেশন ফর্ক, ল‍্যাগিং স্ট‍্যান্ড, লিডিং স্ট্যান্ড, ডিএনএ পলিমারেজ, সিগমা ফ‍্যাক্টর, আরএনএ পলিমারেজ, টাটা বক্স, জেনেটিক কোডন, সাইন ডালগারনো সিকুয়েন্স।

  • ট্রানস্ক্রিপশন এর প্রারম্ভিক দশাটি বর্ণনা কর। জিনোম কী?

  • HGPর গুরুত্ব ও ব্যবহারগুলি কি? এতে ব্যবহৃত প্রযুক্তিগুলি কি কি?

  • ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর ধাপগুলি লেখ। এর দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ।


অভিব্যক্তি



  • আদিম পৃথিবীর বায়ুমণ্ডল কেমন ছিল?

  • সংজ্ঞা লেখো: হট ডাইলুট সুপ, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েড, প্রাকৃতিক নির্বাচন, নিওডারউইনবাদ, ন্যাচারাল সিলেকশন, স্থিতিশীল নির্বচন, বিচ্ছিন্নকারক নির্বাচন, অভিমুখী নির্বাচন, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম।

  • হার্ডিউইনবার্গের নীতির মূলকথা কি? ইউরে ও মিলারের পরীক্ষায় কোন কোন গ্যাস ব্যবহৃত হয়? পরীক্ষায় কোন কোন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়?

  • জৈব বিবর্তনের প্রত্নজীববিদ্যা ও আণবিক প্রমাণগুলি সংক্ষেপে বর্ণনা করো।

  •  ডারউইনের উপপাদ্যের মধ‍্যে- a)অন্তঃপ্রজাতি ও আন্তপ্রজাতির মধ‍্যে সংগ্রাম, b)যোগ্যতমের উদবর্তন, c)প্রাকৃতিক নির্বাচন বর্ণনা কর।


স্বাস্থ্য ও রোগ



  • গৌণ লিম্ফয়েড অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। B লিম্ফোসাইট ও T লিম্ফোসাইট এর দুটি পার্থক্য লেখো।

  • অ্যান্টিবডির প্রকারভেদ করো। মানবদেহে কোন অ্যান্টিবডি সর্বাধিক পাওয়া যায়? লালারস ও কলোস্ট্রামে কোন অ্যান্টিবডি অধিক পরিমাণে পাওয়া যায়? এলার্জি প্রতিক্রিয়া সৃষ্টিতে কোন এন্টিবডি কার্যকর?

  • টীকাকরণ কি? BCG ও TT এর পুরো নাম কী?

  • ট্রোফোজয়েট দশকে ‘সিগনেট রিং স্টেজ’ বলে কেন? ফেব্রাইল পারঅক্সিজোম এর দশাগুলি কি কি? আক্রান্ত মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম এর কোন দশা সঞ্চিত থাকে?

  • অ্যাসকেরিয়েসিস এর রোগ লক্ষণগুলি কি কি? র‍্যাবডিটিফর্ম লার্ভা কি? লোফার্স সিনড্রোম কি?

  • টাইফয়েড ও নিউমোনিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি? অ্যামিবিয়াসিস কি? এই রোগের জীবাণুর নাম কি?

  • বিনাইন টিউমার ও ম্যালিগন্যান্ট টিউমারের তিনটি পার্থক্য লেখ। ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ। অ্যাপোপটসিস ও মেটাস্ট‍্যাসিসের সংজ্ঞা দাও। কারসিনোজেন ও মিউটাজেন দুটি পার্থক্য লেখো।

  • HIV কে রেট্রোভাইরাস বলে কেন? যৌন মিলন ব্যতীত AIDS সংক্রমনের দুটি পদ্ধতি লেখ। সিজেটিভ ড্রাগ কি? এর দুটি প্রভাব লেখ। ফ্যাটি লিভার সিন্ড্রোম কি? লিভার সিরোসিস কি?



খাদ্য উৎপাদনে উন্নতি সাধন



  • ‘স্বপরাগযোগে বাধা দেওয়ার জন্য ইমাসকুলেশন করার প্রয়োজন’ মন্তব্যটি ব্যাখ্যা করো। ইমাসকুলেশন ব্যতীত সংকরায়নের অন্য দুটি পদ্ধতি লেখ।

  • পলিপ্লয়েড প্রজননের দুটি ব্যবহার লেখ। জিন প্রযুক্তির দুটি প্রয়োগ লেখ।

  • সংজ্ঞা লেখো:- ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রানসফর্মেশন, কলা কর্ষণ, অনুবিস্তারণ, টোটিপোটেন্সি, ডিপ লিটার পদ্ধতি, এপিকালচার, পিসিকালচার, প্রণ কালচার

  • একক কোষ প্রোটিন (SCP) কিভাবে প্রস্তুত করবে, তা সংক্ষেপে লেখ। সুপারফুড তৈরিতে SCP কিভাবে সাহায্য করে?

  • পার্থক্য লেখো:- লেয়িং ব্রিড ও টেবিল ব্রিড।

  • ডিপ লিটার সিস্টেমের দুটি সুবিধা ও অসুবিধা লেখ। পোলট্রির একটি ভাইরাসঘটিত ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখ।

  • রয়েলজেলি কি? নিবিড় মৎস্য চাষ কি? প্রণোদিত প্রজননের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো।


মানব উন্নয়নের অণুজীব



  • সংজ্ঞা লেখো: ইয়োগার্ট, ব‍্যাটার, সিউয়েজ ও স্লাডজ, BOD, IPM, ইউট্রোফিকেশন, বায়োলজিক্যাল ক্লখ

  • ওষুধ প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা লেখ। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? সক্রিয় স্লাজ পদ্ধতিটি কী?

  • নাইট্রোজেন স্থিতিকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ও একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখ।


জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ



  • হাইব্রিডমা কি? এই পদ্ধতিটি সংক্ষেপে লেখ।

  • রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির দুটি সুবিধা লেখ।

  • সংজ্ঞা লেখো: এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, প্যালিনড্রোমিক সিকুয়েন্স, মলিকুলার সিজার, ডিএনএ ক্লোনিং, প্লাসমিড, ট্রান্সপোজন, ওয়েস্টার্ন ব্লটিং, বায়োপাইরেসি ও বায়োসেফটি।

  • ভেক্টর হওয়ার দুটি শর্ত লেখ। একটি উদাহরণ দাও।

  • PCR এর পর্যায়গুলি কি কি? এর দুটি সুবিধা লেখো।

  • পার্থক্য লেখো: নর্দান ব্লটিং ও সার্দান ব্লটিং

  • হিউমুলিন প্রস্তুতির পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।

  • GMO কি? দুটি উদাহরণ দাও।

  • ট্রান্সজেনিক অনুজীব কিভাবে  বায়োরেডিয়েশনে সাহায্য করে থাকে।


বাস্তুবিদ্যা পরিবেশ ও পপুলেশন



  • পার্থক্য লেখো: অটইকোলজি ও সিনইকোলজি, ফান্ডামেন্টাল নিচ ও রিয়েলাইজড নীচ, অসমোরেগুলেশন ও অসমোকনফার্মেশন, বেটেসিয়ান ও মূলেরিয়ান মিমিক্রি, ক্যাটাড্রোমাস ও অ্যানাড্রোমাস মাইগ্রেশন, ন্যাটালিটি ও মরালিটি

  • বায়োম কাকে বলে? প্লাংটন ও নেকটন কাকে বলে?

  • কোন জলাশয়ের থার্মাল সার্টিফিকেশন বলতে কি বোঝো? ইহা কয় প্রকার ও কি কি?

  • জঙ্গল অভিযোজন কাকে বলে? জাঙ্গল অভিযোজনের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন বল।

  • জীববৈচিত্র সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখ। ভারতের চারটি হটস্পটের নাম লেখ।

  • রেড ডাটা বুক এর কাজ কি? IUCN এর সদর দপ্তর কোথায়? এর কাজ কি?

  • বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি অঞ্চল কি কি? জিন ব্যাংকের কাজ লেখ।


পরিবেশ সংক্রান্ত বিষয় সমূহ



  • জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর

  • গৌণ বায়ু দূষক কাকে বলে? উদাহরণ দাও। স্টোন লেপ্রোসি কেন হয়?

  • ব্ল্যাক লাং ডিজিজ কি? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের কাজ কি?

  • নিম্নলিখিত রোগগুলি কেন হয়? ফ্লুরোসিস, ইটাই-ইটাই, মিনামাটা ডিজিস, ব্ল্যাক ফুট ডিজিজ, ডিসলেক্সিয়া।

  • পার্থক্য লেখো: জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন

  • GAP এর পুরো নাম কি? উদ্ভিদ এবং মনুষ্যেতর প্রাণীর উপর আর্সেনিক দূষণের দুটি প্রভাব লেখ।

  • কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার দুটি পদ্ধতি লেখ। তেজস্ক্রিয় দূষণ কিভাবে মানব এবং পরিবেশের উপর প্রভাব বিস্তার করে তা লেখ।

  • পরিবেশের উপর গ্রিন হাউস গ্যাসের দুটি প্রভাব এবং গ্রীন হাউস গ্যাস নিয়ন্ত্রণের দুটি উপায় লেখ।

  • বিশ্ব উষ্ণায়ন কিভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে? এই বিশ্ব উষ্ণায়ন রোধে কোন চুক্তি করা হয়েছিল?

  • ওজোন গ্যাসের গুরুত্ব কোন এককে প্রকাশ করা হয়। ওজোনস্তর ক্ষতিগ্রস্ত হলে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? মন্ট্রিয়েল চুক্তি কি?

  • পরিবেশ বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং বিশনোই আন্দোলন কোথায় কোথায় সংঘটিত হয়? চিপকো আন্দোলন ও সাইলেন্ট ভ্যালি আন্দোলনে একজন করে নেতৃত্ব স্থানীয় ব্যক্তির নাম লেখ।


আরও পড়ুন- এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read


(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র।  বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা)


 


Education Loan Information:

Calculate Education Loan EMI