কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার। তবে আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট।       


উচ্চমাধ্যমিকে বদল: দিল্লি বোর্ডের আগেই নয়া এই পদ্ধতি ঘোষণা করেছে রাজ্য। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে সিলেবাস। একইসঙ্গে বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্য়মিক। একইভাবে একাদশের পরীক্ষাও হবে এই পদ্ধতিতেই। সংসদ সূত্রে খবর, একাদশের পরীক্ষা নেবে স্কুল। তবে সেক্ষেত্রে মানতে হবে সংসদের গাইডলাইন।                  


আগেই সেমিস্টার পদ্ধতির কথা ঘোষণা করেছিল সংসদ। দিনকয়েক আগে বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার।           


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আগে বার্ষিক পরীক্ষা পদ্ধতি ছিল। এখন সেটা সেমিস্টার হচ্ছে। যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত। উচ্চশিক্ষা অর্থাৎ স্নাতক, স্নাতকোত্তর স্তরে যা ইতিমধ্যেই রয়েছে। এই পদ্ধতিতে টেস্ট পরীক্ষার কোনও গুরুত্ব থাকছে না। ফলে টেস্ট পরীক্ষা আর হবে না। সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে। এর আগে সিলেবাস পরিবর্তন হয় ২০১৩ সালে। ১১ বছর পর আবার সিলেবাসে বদল আনা হচ্ছে। একাদশের পরীক্ষা স্কুলই নেবে সংসদের গাইডলাইন অনুযায়ী। এবছর যারা মাধ্যমিক দিল তারা সেমিস্টার সিস্টেমেই ভর্তি হবে। ২০২৫ -২৬ শিক্ষাবর্ষে ২০২৫ নভেম্বরে প্রথম সেমিস্টার এবং ২০২৬ সালে শেষ সেমিস্টার। ওই ব্যাচ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা উচ্চমাধ্যমিক দেবে তারাই হবে তারাই হবে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ।''           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু


Education Loan Information:

Calculate Education Loan EMI