Smita Sabharwal: মাত্র ২২ বছর বয়সেই সাফল্য! দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে উত্তীর্ণ হয়ে দেশের কনিষ্ঠতম মহিলা IAS অফিসার হন স্মিতা। স্মিতা সবরওয়াল। যেখানে দেশের অধিকাংশ ছাত্র-ছাত্রী দু'বার কিংবা তিনবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন এই কঠিন পরীক্ষায়, কেউ কেউ অসফলও হন, সেখানে মাত্র একবারের প্রচেষ্টাতেই বলা ভাল প্রথম প্রয়াসেই UPSC উত্তীর্ণ হন স্মিতা (Smita Sabharwal)। জানেন তাঁর সাফল্যের কাহিনি ?


বেড়ে ওঠা


১৯৭৭ সালের ১৯ জুন দার্জিলিংয়ে জন্মেছিলেন স্মিতা সবরওয়াল। তাঁর বাবা প্রণব দাস আর্মিতে ছিলেন, হায়দ্রাবাদে কর্নেল পদে আসীন থাকাকালীন তিনি অবসর নেন। হায়দ্রাবাদেই পড়াশোনা করেছেন স্মিতা (Smita Sabharwal)। সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান্স স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ ICSE বোর্ড পরীক্ষায় প্রচুর নম্বর পেয়ে পাশ করেন স্মিতা। তারপর বাণিজ্য বিভাগে স্নাতক পড়তে ভর্তি হন স্থানীয় সেন্ট ফ্রান্সিস ডিগ্রি কলেজ ফর ওমেনে। পড়াশোনা শেষ করে ২০০০ সালেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।


কঠিন প্রস্তুতি


অনেকেই বলেন UPSC-র মতো এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে দিনে ষোলো ঘণ্টা, আঠারো ঘণ্টা পড়তে হয়। কিন্তু স্মিতার ক্ষেত্রে বিষয়টা ঠিক ওরকম ছিল না। দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্মিতা। প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস ছিল স্মিতার। পরীক্ষায় তাঁর বৈকল্পিক বিষয় ছিল নৃতত্ত্ব এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ২০০০ সালে UPSC পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন স্মিতা। গোটা দেশে চতুর্থ র‍্যাঙ্ক তাঁর জীবনে যেন এক স্বপ্নের মত।


IAS স্মিতা


মাত্র ২২ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে কনিষ্ঠতম IAS অফিসার হন স্মিতা সবরওয়াল। প্রথমে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরে যোগ দেন স্মিতা। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সচিবের পদে বহাল ছিলেন স্মিতা (Smita Sabharwal)। এছাড়াও গ্রামীণ জল সরবরাহ বিভাগ এবং মিশন ভাগীরথীর সচিবের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। কর্মীনগর এবং মেডকে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন স্মিতা সবরওয়াল। ২০১১ সালে এই পদে কাজ শুরু করেন স্মিতা আর তাঁর এই কর্মজীবনের অধ্যায়ে বহু মানুষের কাছ থেকে সম্মান-শ্রদ্ধা পেয়েছেন তিনি। দেশের মানুষের কাছে তিনি এখন অন্যতম আইকন।


কিছুদিন আগে হায়দ্রাবাদ সরকারের তরফ থেকে বেশ কিছুজন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়, দফতর বদলে যায়। তাঁদের মধ্যে স্মিতা সবরওয়ালও ছিলেন। বর্তমানে তাঁকে টিএস ফিনান্স কমিশনের সদস্য-সচিবের পদে অভিষিক্ত করা হয়েছে। সেচ দফতরের সচিব হিসেবে স্মিতার বদলে নিযুক্ত হয়েছেন রাহুল বোজ্জা।


প্রত্যাশীদের উদ্দেশে স্মিতার টিপস 


ফোকাসড হয়ে লেগে থাকলেই সাফল্য আসে, নিজের সফলতা দিয়েই বুঝিয়ে দিয়েছেন স্মিতা।


 


আরও পড়ুন: IPS Success Story: দু'বারের চেষ্টায় পেরোতে পারেননি প্রথম ধাপও, হাল ছাড়েননি IPS আশনা


Education Loan Information:

Calculate Education Loan EMI