IRS Ravi Kapoor: দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে আজ সারা দেশে বিখ্যাত তিনি। আর্থিক অসচ্ছ্বলতা যেখানে প্রতি পদে বাধা হয়ে দাঁড়াত, আজ তিনিই সব বাধা পেরিয়ে সফল এবং আরও লাখ লাখ উৎসাহী ছেলে-মেয়েদের বাধা পেরোনর অনুপ্রেরণা। শিক্ষকতা করতেন মা, আর সেটাই ছিল প্রেরণা। তাই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েও IRS-এর চাকরি হেলায় ছেড়ে শিক্ষকতাকেই বেছে নেন তিনি। রবি কপূর (IRS Ravi Kapoor)। প্রাক্তন IRS অফিসার রবি কপূর আজ দেশের মধ্য বিখ্যাত এক নাম। লাখ লাখ UPSC উৎসাহী পরীক্ষার্থীদের গড়ে তোলার কাজে তিনি সতত নিয়োজিত। কেমন ছিল তাঁর জীবনের লড়াই ?


কীভাবে বড় হয়ে উঠেছেন রবি


দিল্লিতে জন্ম হয় রবি কপূরের। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তাঁর বড় হয়ে ওঠা। ছোটবেলায় খুবই লাজুক ছিলেন তিনি আর সেই জন্য স্কুলে অন্যদের থেকে অত্যাচারিতও হয়েছেন। অতিরিক্ত ওজন থাকার জন্য বিদ্রুপ সয়েছেন রবি। আত্মবিশ্বাসের অভাব ছিল তাঁর। যে স্কুলে পড়তেন, সেই স্কুলেরই শিক্ষিকা ছিলেন তাঁর মা। কিন্তু তবু পড়াশোনায় মন বসত না তাঁর। খেলাধূলার দিকেই তাঁর বেশি মনোযোগ ছিল। পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হলেও, এক বছর পরেই পড়াশোনা ছেড়ে দেন রবি কপূর (IRS Ravi Kapoor)।


শরীরচর্চায় আগ্রহ


ওজন কমানর জন্য বাড়ির কাছেই একটি জিমে ভর্তি হয়েছিলেন রবি কপূর। আর সেই থেকেই শরীরচর্চার প্রতি একটা তীব্র আগ্রহ জন্মায় তাঁর। ২০০৬ সালে বডিবিল্ডিং ও ওয়েট লিফটিং কম্পিটিশনে প্রতিযোগিতায় নাম দিতে শুরু করেন রবি (IRS Ravi Kapoor)। এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও পান তিনি, ২০০৮ সালে হন মিস্টার দিল্লি। ২০০৯ সালে দিল্লির রাগবি ক্লাবে রাগবি খেলতে শুরু করেন তিনি। আর সেই খেলার সময়েই একবার গুরুতরভাবে আহত হন রবি কপূর। কয়েক মাস চলাফেরার শক্তি ছিল না তাঁর।


গুরুতর আহত হন রবি


আর আহত হওয়ার কারণে বাধ্য হয়েই তাঁকে স্ট্রিম বদলে নিতে হয় নিজের কেরিয়ারের। শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন পরে যে এই আঘাত পাওয়ার পরে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকতে থাকতেই তিনি উপলব্ধি করেন যে তাঁর শিক্ষাগত যোগ্যতা তেমন ভাল নয়, যাতে একটা চাকরি পেতে পারেন তিনি। আর তাই ইউপিএসসিকে বেছে নেন রবি কপূর (IRS Ravi Kapoor)। বডিবিল্ডিং ছেড়ে শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি।


ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি ও সাফল্য


২০১০ সালে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ২০১১ সালে একজন IRS অফিসার হিসেবে কাজ শুরু করেন রবি কপূর। চেন্নাই বিমানবন্দরের কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন রবি কপূর। বডিবিল্ডিংয়ের নেশা ফের তাঁকে পেয়ে বসে আর শুরু হয় পড়াশোনার প্রতি আগ্রহ। ২০২২ সালে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


চাকরি ছেড়ে শিক্ষকতা


টানা ১০ বছর সিভিল সার্ভিসে কাজ করেও সন্তুষ্ট ছিলেন না রবি কপূর (IRS Ravi Kapoor)। আর তারপরেই চাকরি ছেড়ে পূর্ণ সময়ের জন্য ইউপিএসসি পরীক্ষার্থীদের মেন্টর হওয়ার ব্রত নেন রবি। ১.৪ লাখ পরীক্ষার্থীকে বিনামূল্যেই কোচিং করিয়েছেন রবি কপূর। বডিবিল্ডিং থেকে সফল IRS অফিসার আর তারপর ইউপিএসসি পরীক্ষার্থীদের শিক্ষকতার ভার নিয়ে দেশের মধ্যে বিখ্যাত হয়ে উঠেছেন রবি কপূর, অনুপ্রেরণার অপর নাম।


আরও পড়ুন: IAS Success Story : ইন্টারভিউ দিতে যাওয়ারও পয়সা ছিল না, অভাব পেরিয়ে কীভাবে সফল IAS শ্রীধন্যা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI