PNB SO Recruitment: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে। চাকরির সুযোগ রয়েছে ৩৫০টি শূন্যপদে। অনলাইনেই আবেদন করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট pnbindia.in - এখানে গিয়ে আবেদন জানাতে হবে। ৩ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জানানো যাবে ২৪ মার্চ পর্যন্ত। অনলাইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর এপ্রিল কিংবা মে মাসে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত 


১। অফিসার- ক্রেডিট- ২৫০ 


২। অফিসার-ইন্ডাস্ট্রি- ৭৫


৩। ম্যানেজার-আইটি- ৫


৪। সিনিয়র ম্যানেজার-আইটি- ৫  


৫। ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট- ৩ 


৬। সিনিয়র ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট- ২


৭। ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫ 


৮। সিনিয়র ম্যানেজার- সাইবার সিকিউরিটি- ৫ 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন বিশদে 


অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। তারপর থাকবে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড। অথবা শুধু পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। কত সংখ্যক আবেদন জমা পড়েছে, তার ভিত্তিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঠিক করবে যে কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। অনলাইনে লিখিত পরীক্ষা হবে দুটো পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে রিজনিং, ইংরেজি এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের প্রশ্ন। আর দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন থাকবে প্রফেশনাল নলেজের। 


এই অনলাইন পরীক্ষা হবে ১২০ মিনিটের, অর্থাৎ ২ ঘণ্টার। ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকবে। একটি প্রশ্নে যত নম্বর থাকবে, তার এক চতুর্থাংশ বাদ যাবে ভুল উত্তর দিলে। অতএব পিএনবি- র স্পেশালিস্ট অফিসার পদে নিযুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন, অনলাইন পরীক্ষায় যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার। ভুল উত্তর যত কম দেবেন, তত কম নেগেটিভ মার্কিং হবে। সহজে আপনি কোয়ালিফায়িং মার্কস তোলা সম্ভব হবে। 


কোন শ্রেণির আবেদনকারীদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, জেনে নিন 


তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ৫৯ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যান্য ক্যাটেগরির আবেদনকারীদের দিতে হবে ১১৮০ টাকা। অ্যাপ্লিকেশন ফি- এর পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড (RuPay/ Visa/ Master Card), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট অথবা ইউপিআই- এর মাধ্যমে। 


আরও পড়ুন- ক্লাস টেন পাশ করলেই মিলবে কেন্দ্রীয় সরকারের এই চাকরি, শূন্যপদ হাজারের বেশি 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI