ISRO Recruitment: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (Indian Space Research Organization) অর্থাৎ ইসরো (ISRO)- তে হবে নিয়োগ। সায়েন্টিস্ট অর্থাৎ বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। এছাড়াও থাকছে টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, লাইব্রেরি অ্যাসিসট্যান্ট এবং অন্যান্য পদের জন্য শূন্যপদ। ১ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে। ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। মোট ২২৪টি শূন্যপদ রয়েছে। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত



  • সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার- ৫

  • টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট- ৫৫

  • সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট- ৬

  • লাইব্রেরি অ্যাসিসট্যান্ট- ১

  • টেকনিশিয়ান- B/ Draughtsman B- ১৪২

  • ফায়ারম্যান এ- ৩

  • রাঁধুনি- ৪

  • লাইট ভেহিকেল ড্রাইভার এ- ৬ 

  • হেভি ভেহিকেল ড্রাইভার এ- ৬ 


কোন শ্রেণির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে


টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট, সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে তফশিলি জাতির আবেদনকারীদের ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে যা নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। প্রসেসিং চার্জ হিসেবে সমস্ত আবেদনকারীদের প্রতিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ৭৫০ টাকা জমা দিতে হবে। প্রসেসিং ফি ফেরত দেওয়া হবে যদি আবেদনকারীদের লিখিত পরীক্ষায় বসার সুযোগ পান তাহলে। 


অন্যদিকে টেকনিশিয়ান বি, Draughtsman-B, রাঁধুনি, ফায়ারম্যান এ, লাইট ভেহিকেল ড্রাইভার-এ এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ এইসব পদে নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা জমা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে যা ফেরতযোগ্য নয়। প্রথমে সমস্ত আবেদনকারীদের ৫০০ টাকা জমা দিতে হবে। 


এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন জমা দেবেন 



  • প্রথমে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট www.isro.gov.in - এখানে যেতে হবে আবেদনকারীদের।

  • এরপর হোমপেজে থাকবে কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে।

  • এরপরের পর্যায়ে “Advt.No.URSC:ISTRAC:01:2024 - Recruitment to the posts of Scientist / Engineer - ‘SC’ , Technical Assistant , Scientific Assistant ,Library Assistant ,Technician - ‘B’ , Draughtsman - ‘B’ , Cook , Fireman - ‘A’ , Heavy Vehicle Driver - ’A’ and Light Vehicle Driver - ’A’” - এই লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের।

  • স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে।

  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ভালভাবে দেখেশুনে।

  • আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট।

  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।

  • সবশেষে ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ইউনিয়ন ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI