Jobs And Recruitments: চাকরির সুযোগ রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে (National Seeds Corporation Limited)। ৮৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। জুনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি এবং অন্যান্য আরও অনেক পদেই নিয়োগ করতে চলেছে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড (NSCL)। আগামী ২৮ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মাধ্যমে। জানা গিয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আগামী ১০ অক্টোবর। www.indiaseeds.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। 


কোথায় কত শূন্যপদ, দেখে নিন একনজরে, সেই সঙ্গে জেনে নিন কোন কোন পদে নিয়োগ করবে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড 



  • Junior Officer I (Legal)- এর জন্য রয়েছে ৪টি শূন্যপদ।

  • Junior Officer I (Vigilance)- এর জন্য রয়েছে ২টি শূন্যপদ। 

  • Management Trainee (Marketing)- এর জন্য রয়েছে ১৫টি শূন্যপদ।

  • Management Trainee (Elect.Engg.)- এর জন্য রয়েছে ১টি শূন্যপদ।

  • Management Trainee (Civil Engg.)- এর জন্য রয়েছে ১টি শূন্যপদ।

  • Trainee (Agriculture)- এর জন্য রয়েছে ৪০টি শূন্যপদ।

  • Trainee (Marketing)- এর জন্য ৬টি শূন্যপদ রয়েছে।

  • Trainee (Quality Control)- এর জন্য ৩টি শূন্যপদ রয়েছে।

  • Traince ( Stenographer)- এর জন্য রয়েছে ৫টি শূন্যপদ।

  • Trainee (Agri. Stores)- এর জন্য রয়েছে ১২টি শূন্যপদ।  


আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন জানাবেন



  • প্রথমে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • এবার হোমপেজে একটি কেরিয়ার ট্যাব দেখতে পাবেন আবেদনকারীরা, সেখানে ক্লিক করতে হবে।

  • এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের। তাহলে স্ক্রিনের সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম।

  • ভালভাবে পুরো ফর্ম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথি আপলোড করতে হবে। 

  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নিজের সুবিধার জন্য ওই ফর্মের একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে। 


আরও পড়ুন- AIIMS কল্যাণীতে বিভিন্ন শূন্যপদে হচ্ছে নিয়োগ,জেনে নিন আবেদনের শেষ তারিখ


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI