মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞানের সাজেশন : দোরগড়ায় মাধ্যমিক (Madhyamik 2023)। অনেকেই জীবনের বড় পরীক্ষায় ভৌত বিজ্ঞান নিয়ে চিন্তায় আছেন, বিশেষ করে ভৌত বিজ্ঞানের গণিতের পার্টটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা রয়েছে। আর এই ভৌত বিজ্ঞানের গণিতের অংশটা আবার পুরোটাই ফর্মুলার উপরে দাঁড়িয়ে রয়েছে। চার্লস, বয়েলসের সূত্র তো বটেই আবার আলোর চ্যাপ্টার থেকে শুরু করে বিদ্যুৎ, পরমাণুর নিউক্লিয়াস নিয়ে স্বচ্ছ ধারণা থাকলেই কেল্লা ফতে, ভৌত বিজ্ঞানে ভাল রেজাল্ট কোনও ব্যাপারই নয়। তার উপর যদি মিলে যায়, লাস্ট মিনিট অন্যতম সাজেশন, তাহলে তো উপরি পাওনা।  কেমন হতে পারে ভৌত বিজ্ঞানের প্রশ্ন, কোন কোন অংশগুলিতে আলোকপাত করলে মিলতে পারে ভাল নম্বর ? মাধ্যমিক পরীক্ষার  আগে পড়ুয়াদের সুবিধার্থে পাঠশালা লাইভের মাধ্যমে ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আপনার পাশে এবিপি লাইভ। পরীক্ষার্থীদের জন্য যাবতীয় উত্তর নিয়ে সঙ্গে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক সোমনাথ গুপ্ত। ভৌত বিজ্ঞানের প্রশ্ন কটি ভাগে ভাগ হতে চলেছে ? কত করে নম্বর রয়েছে ? কোন বিভাগে ঠিক কতগুলো প্রশ্ন ও কত নম্বর রয়েছে ?  সাজেশন জেনে নেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক। এবার দ্বিতীয় পর্ব।


প্রশ্নপত্রের ধরণ এবং নম্বর বিভাজন


ভৌতবিজ্ঞানের প্রধানত তিনটি বিভাগ। সাধারণ অংশ, পদার্থবিদ্যা এবং রসায়ন। সাধারণ অংশের মধ্যে ৩ টি অংশ । পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। এক্ষেত্রে পর্যায়ক্রমে ৫,৮ এবং ৪ নম্বর রয়েছে।  পদার্থবিদ্যার মধ্যে আবার তিনটি ভাগ। তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ এবং পরমাণুর নিউক্লিয়াস। এই ৪ অংশের প্রতিটি আবার একাধিকভাগে বিভক্ত। এক্ষেত্রে পর্যায়ক্রমে ৫,১২, ১২,৫  নম্বর রয়েছে। রসায়নের মধ্য়ে পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতু বিদ্যা ও জৈব রসায়ন। গ্রুপ এ -তে এমসিকিউ টাইপে ১৫ নম্বর ( এখানে কোনও অতিরিক্ত প্রশ্ন থাকবে না), গ্রুপ বি-তে ২১ নম্বর (ভেরি শর্ট এ কিছু কিছু অপশনাল থাকবে), গ্রুপ সি-তে ১৮ নম্বর এবং গ্রুপ ডি লার্জ অ্যানসারটাইপে ৩৬ নম্বর থাকছে (কিছু কিছু অপশনাল থাকবে)। রেগুলারদের জন্য এখানে মোট ৯০ নম্বর। গ্রুপ ই-তে এক্সটারনাল ক্যানডিডেটদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা।


আরও পড়ুন, মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ভয় ? সেরা নম্বর পেতে রইল অন্যতম সাজেশন


চলতড়িৎ


সম্ভাব্য প্রশ্নগুলি হল, ওহমের গাণিতিক রুপটি লেখ।


রোধ, প্রবাহমাত্রা, বিভবপ্রভেদের এসআই একক লেখ।


বিদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে ?


বিদ্যুতিক বর্তনীতে ৩ পিন প্লাগের তিনটি পিন এর নাম কী ?


পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?


রোধাঙ্কের সংজ্ঞা দাও, এর একক লেখ।


তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের মধ্যে পার্থক্য লেখ। নষ্ট ভোল্ট কী ?


কার্য, বিভব ও আধানের মধ্যে সম্পর্ক লেখ।


পরিবাহী ও অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ভার্সেস রোধাঙ্কের লেখচিত্র অঙ্কন কর।


৫ , ১০, ১৫ ওহম রোধের শ্রেণি সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে ?


তড়িত প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখ। এর গাণিতিক রুপটি লেখ। জুলের সূত্রের কয়েকটি ব্যবাহারিক প্রয়োগ লেখো।


B.O.T কী ? ১ B.O.T মানে কত জুল ?


CFL ও LED -র পুরো নাম কি ? কোনটি বেশি সাশ্রয়ী ?


উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী ও অর্ধ পরিবাহী রোধের কী রুপ পরিবর্তন হয় ?


একই পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈঘ্য সমান। একই বিভবপ্রভেদ রাখলে তাঁদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ? রোধাঙ্কের কী রুপ পরিবর্তন হবে ?


ওহম বর্তনিতে V vs I লেখচিত্র কীরুপ হবে ? 


পরিবাহী, অর্ধ পরিবাহী ও অন্তরক পদার্থের উদাহরণ দাও।


R1 ও R2 রোধকের মধ্য দিয়ে একই বিভবপ্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাবমাত্রা ,R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ৫ গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো।


দুটি ৬০ ওয়াট ও ১০০ ওয়াটের বালবের যদি পরপর একবার শ্রেণি সমবায় ও সমান্তরাল সমাবায়ে যুক্ত করা যায়, তবে ওই দুই ক্ষেত্রে কোন বালবটি উজ্জলতর জ্বলবে ?


চুম্বকের উপর তড়িৎ-র ক্রিয়া বলতে কী বোঝো ? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখ।


ফ্লেমিং ও বামহস্ত নিয়মটি লেখ। মোটর ও বার্লো চক্র কোন নিয়ম অুনুযায়ী কাজ করে ?


তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি বিবৃতি কর।


লেন্সের সূত্রটি লেখ, শক্তির নিত্যতা সূত্র হিসেবে লেন্সের সূত্রটি ব্যাক্ষা করো। শক্তির নিত্যতা সূত্র হিসেবে ব্যাক্ষা করো।


মোটর ও ডায়ানামোর মধ্যে মূল পার্থক্য কি ?


জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রুপান্তরিত হয় ?


আর্থিং কেন করা হয় ? শর্ট সার্কিট কী, এর অর্থ লেখো।


৪২ ওহম রোধের মধ্য দিয়ে ৫ অ্য়াম্পিয়ার তড়িতপ্রবাহ কত সময় ধরে চললে ১৫০০০ ক্যালোরি তাপ উৎপন্ন হবে ?


২২০ ভোল্ট ও ৬০ ওয়াট এর ১১০ ভোল্ট ৬০ ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত হবে ?


একটি বাড়িতে দুটি ৬০ ওয়াট ও দুটি ৮০ ওয়াট এর পাখা আছে। বাতি ও পাখাগুলি প্রতিদিন ৫ ঘন্টা করে চলে। B.O.T ইউনিটের ব্যয়িত শক্তির পরিমাণ লেখো।


বার্লো চক্রের প্রবাহের মুখ উল্টে দিলে চৌম্বকের মেরু উলটো করলে, কী হবে ? 


বৈদ্যুতিক হিটারে কুণ্ডলি পাকিয়ে রাখা হয় কেন ?


তড়িৎ বৈদ্যতিক চুম্বক কি ? ইহার মেরুশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ?


জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কি ?


 


পরমাণুর নিউক্লিয়াস


সম্ভাব্য প্রশ্নাগুলি হল-তেজক্রিয় মৌল কাকে বলে ? কতগুলি তেজক্রিয় মৌলের উদাহরণ দাও। C এর কোন আইসোটোপ তেজক্রিয় ? তেজক্রিয়তার একক কি ? 


তেজক্রিয়তা মৌলের পরমাণুর কোন অংশে সংগঠিত হয় ? তেজক্রিয় রশ্মিগুলি কী কী ?


কোন তেজক্রিয় রশ্মি নির্গত হলে মৌলের পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে ?


৯২ ইউরেণিয়াম ২৩৮ (৯২ U ২৩৮) থেকে পরপর একটি আলফা ও বিটা কণা নির্গত হলে যে পরমাণুটি পাওয়া যাবে তার সঙ্গে জনক পরমাণুর সম্পর্ক কি ?


নিয়ক্লিয় সংযোজন ও বিভাজন বিক্রিয়া কি ? সূর্যের শক্তির উৎস কী কী ?


পারমাণবিক চুল্লিতে শক্তির উৎস কী ? পারমাণবিক বোমার শক্তির উৎস কী ?


ভর বিচ্যুতি কি ?


নিয়ক্লিয় সংযোজনের আগে নিয়ক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন ?


 


পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সমূহ


মৌলের পর্যায়গত ধর্ম নয়, এরুপ একটি ধর্ম কি ?


একটি করে অভিজাত মৌল, ক্ষারধাতু মৌল, মৃত্তিকা ধাতু মৌল, হ্যালোজেন ও নোবেল গ্যাস মৌলের উদাহরণ দাও। এইগুলি কোন শ্রেণির মৌল ?


হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয় ?


Na, K, Li, Rb কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী,


S, O, Te, Se কে তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রম অনুযায়ী,


Ca, Be, Sr, Mg  কে ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী,


Li, Rb, K এবং Na কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও।


মৌলের পর্যায়ক্রম ধর্ম বলতে কী বোঝো ? একটি উদাহরণ দাও।


আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি কর। এখানে কয়টি পর্যায় ও কটি শ্রেণি ?


মৌলের তড়িৎ ঋণাকত্মতা বলতে কী বোঝো ? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ ১ মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ?


ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি লেখো। একটি তেজক্রিয় নিষ্কৃয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণিভুক্ত ?


ভৌত বিজ্ঞানের সাজেশনের প্রথম পর্ব দেওয়া রইল নিচের এই লিঙ্কে


আরও পড়ুন, মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ভয় ? সেরা নম্বর পেতে রইল অন্যতম সাজেশন


আয়নীয় ও সমযোজী বন্ধন


সম্ভাব্য প্রশ্নগুলি হল, কোনগুলি সমযোজী এবং কোনগুলি তড়িৎ যোজী ?


NaCl, KCl, Cao, MgCl2,H20, CO2, SO2, HCL, H20, CH2Cl2, Ch4, CCl4, C6 H12 O6, Cl2, CaC2, NH3, MGO


অষ্টক নীতি মান্য করে না, এরুপ কতগুলি পদার্থের নাম লেখো। 


ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?


N 2, MGO, F2 অণুর লুইস ডট চিত্রটি আঁকো।


চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড (NaCl) এর  করে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে, কেন ?


NaCl এর বন্ধন, Na - Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন ?


 


তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া


সম্ভাব্য প্রশ্নগুলি হল, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ? NaCl এর ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। 


তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?


৫ টি তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।


তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?


জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংগঠিত হয় ?


 


পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন 


সম্ভাব্য প্রশ্নগুলি হল, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো।


গ্যাসটি প্রস্তুতির শর্ত ও প্রয়োজনীয় উপাদান সহ রাসায়নিক সমীকরণ লেখো।


নাইট্রোজেন প্রস্তুতির সমীকরণ ও শর্ত লেখো।


হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম শিল্পোৎপাদন শর্তাবলি সহ রাসায়নিক সমীকরণ লেখো। লাইকার অ্যামোনিয়া কি ?


প্রমাণ কর যে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।


ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়া সমেত রাসায়নিক সমীকরণ লেখ। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো।


স্পর্শ পদ্ধতিতে SO2 (সালফার ডাই অক্সাইড) থেকে SO3 (সালফার ট্রাই অক্সাইড) এর শিল্প উৎপাদনের শর্ত-সহ রাসায়নিক সমীকরণ লেখ। উৎপন্ন SO3 থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় ? ওলিয়াম কী ?


নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী ঘটে লেখ।


লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করা হল


আম্লিক পটাসিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণে H2S চালনা করা হল


CuSo4 জলীয়দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় NH3 যোগ করা হল


AlCl3 এর জলীয় দ্রবণে জলীয় অ্যামোনিয়া যোগ করা হল


জলীয় CuSo4 দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করা হল


নাইট্রোজেন বন্ধনের সময় বিদ্যুৎপাত সংগঠিত হল


নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটনা হল


AgNO3 এর জলীয়দ্রবণে H2S চালনা করা হল


উচ্চ উষ্ণতায় Mg এর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটনা হল।


FeCl3 এবং AlCl3 দ্রবণকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সহিত বিক্রিয়া ঘটানো হল।


সোডিয়াম হাইড্রক্সাইড ও H2S এর মধ্যে বিক্রিয়া ঘটনা হল।


১১০০ ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে CaC2 এর উপর দিয়ে N2 গ্যাস চালনা করা হল।


অ্যামোনিয়াকে বায়ুর উপর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে NO উৎপাদন করা হয় ? অনুঘটনকের নাম সহ শর্ত লেখ।


 


ধাতু বিদ্যা


Al, Cu, Fe, Zn এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লেখ।


ধাতু সংকর কি ? কাঁসা, পিতল , দস্তায় কী কী ধাতু বর্তমান ?


ZnO থেকে কীভাবে Zn ধাতু পাওয়া যায় ? বিক্রিয়া সহ লেখ


CuSo4 জলীয়দ্রবণে এক টুকরো Zn  যোগ করলে কী হয় ? ইলেকট্রণীয় তত্ত্বের সাহায্যে দেখাও , এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া।


কোন মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে তরাণ্বিত করে ?


MSO4 এর জলীয় দ্রবণকে (M ধাতু) তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ বা বিজারণ যুক্তি সহ লেখ।


কোন অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয়বাস্পের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়?


ZnS কে জিঙ্কের খনিজ এবং আকরিক কেন বলা হয়  ?


কোন ধাতু, ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় ?


থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রণ উৎপন্নের বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো।


CuSo4 জলীয়দ্রবণে এক টুকরো ধাতব আয়রণ যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে, তার রাসায়নিক সমীকরণ লেখ।


এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu, Fe এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায় ? মরিচা রোধের উপায় লেখ।


খনিজ ও আকরিকের পার্থক্য লেখ। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাক্ষা করো। মরিচার রাসায়নিক নাম ও সংকেত লেখ। 


 


জৈব রসায়ন


নিচের কার্যকরী গ্রুপগুলির নাম লেখ


-OH, CHO-, C=O, COOH, -CH3


IUPAC নাম লেখো।


CH3 CH2 CH2 OH, CH3Ch2CHO, CH3CH2COOH, HC tripple Bond CH, CH3-CH=CH-CH3


পিভিসি-র পুরো নাম কি, ব্যবহার লেখো। 


ইথিলিনের সাহায্যে দেখাও যে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লেখো।


অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ায় শর্ত উল্লেখ সহ রাসায়নিক সমীকরণ লেখ। এলপিজির মূল উপাদান কি, রাসায়নিক সংকেত লেখ। এর ব্যবহার লেখ।


পলিটেট্রা ফল্ুরো ইথিলিন একটি ব্যবহার উল্লেখ করো।


Cl2 এর সঙ্গে CH4 এর প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী ?


ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া ঘটানো


CH3CooH এর সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়া লেখো।


CH3CooH এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ঘটনা হল।


CH4 কে অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হল।


C2H2 এবং হাইড্রোজেন গ্যাসের সংযোজন ঘটনা হল।


একটি জৌবযৌগের আণবিক সংকেত C2H4O2 যৌগটি জলে দ্রাব্য, যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। জৈব যৌগটি সনাক্ত করো।


দুটি ভিন্ন জৈব যৌগ  A ও  B  একই আণবিক সঙ্কেত C2 H6 O সম্পন্ন। A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু B ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। A ও  B যৌগ দুটির গঠন সংকেত লেখো।


সমগণীয় শ্রেণী কী, উদাহরণ দাও।


বায়োডিগ্রেবেল এবং নন বায়োডিগ্রেবেল পলিমারের উদাহরণ দাও।


সিএনজি-র পুুরো নাম কী, মূল উপাদান কী, এর একটি ব্যবহার লেখো।


ইথাইল অ্যালকোহল ও অ্যামেটিক অ্যাসিডের ২ টি করে ব্যবহার লেখ।


আলেয়া কী , ব্যাখ্যা দাও।


কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী ? CH4 এর বন্ধন কোনের মান কত ?


অ্যালকেন , অ্যালকিন, অ্যালকাইনের সাধারণ সঙ্কেত কী ? এক্ষেত্রে প্রত্যেকের সর্বপ্রথম যৌগের নাম লেখ।


Education Loan Information:

Calculate Education Loan EMI