কলকাতা: রাত পোহালেই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্য়মিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষের বেশি। পর্ষদ ও পুলিশের প্রস্ততি সম্পূর্ণ। সমতল থেকে পাহাড়- পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে করা হয়েছে সব রকম ব্যবস্থা।
মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় রয়েছে পর্ষদের কড়া নজর। জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে ২৬৩টি স্কুলে পকীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকছেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলির। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা 9432610039 -এই নম্বরে ফোন করতে পারবে।
পরীক্ষার্থীদের জন্য নিয়মবিধি
কোনওরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
পরীক্ষা পর্বে কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল সহ অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মনে করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া পর্যন্ত হতে পারে।
ফোন সহ কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার সপক্ষে পরীক্ষার্থীদের থেকে কোনওরকম যুক্তি শোনা হবে না।
এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট বিভ্রাটের শিকার হয় একাধিক পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায়, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল। সেখানে, এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে স্কুলকে। শনি ও রবিবারের মধ্যেই ওই সব অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে। যে সব স্কুলের ভুলে এই অ্যাডমিট বিভ্রাট, সেই স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতি। এর প্রেক্ষিতে ফের পোর্টাল চালু করে পর্ষদ। এপ্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, "১৩৬টি স্কুলের সমস্যা হয়েছে। এমনই স্কুল আছে যারা গতবারও ভুল করেছিল। ১৮১জন এনরোলমেন্ট চলছে। হতে পারে সিস্টেমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য।''
আরও পড়ুন: Delhi Election Result: '২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই' আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধান
Education Loan Information:
Calculate Education Loan EMI