Income Tax Department Jobs: দেশের আয়কর বিভাগে বড় চাকরির সুযোগ। তবে সব রাজ্যের আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তামিলনাড়ু এবং পণ্ডিচেরি অঞ্চলের জন্যই কেবল এই নিয়োগ করা হবে। সরকারি চাকরি (Income Tax Dept Jobs) খুঁজছেন এমন কোনও প্রার্থী থাকলে তাদের জন্য সুবর্ণ সুযোগ। গ্রুপ সি বিভাগের অধীনে (Recruitment News) ক্যান্টিন আটেন্ড্যান্টের পদে নিয়োগ করা হবে আয়কর বিভাগে। আগ্রহী প্রার্থীরা tincometax.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।


এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর তারিখের মধ্যে এই পদের জন্য আবেদন (Job News) করে নিতে হবে প্রার্থীদের। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে আয়কর বিভাগ মোট ২৫টি পদে কর্মী নিয়োগ করবে। সমস্ত নির্দেশিকা এবং যোগ্যতার শর্তাবলি মনোযোগ সহকারে পড়ে নিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা।


শিক্ষাগত যোগ্যতা


আয়কর বিভাগে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ দশম শ্রেণি বা তার সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিংবা সমমানের শংসাপত্র থাকতে হবে।


বয়সসীমা


এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমা ২২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত প্রযোজ্য হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে।


বেতন কত পাবেন


আয়কর বিভাগে নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। সরকারি বেতন কাঠামো অনুযায়ী এই বেতন দেওয়া হবে প্রার্থীদের।


এভাবে হবে নির্বাচন


অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মূলত লিখিত পরীক্ষার ভিত্তিতেই এই নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের পারফরম্যান্স অনুযায়ী চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।


কীভাবে আবেদন করবেন


আগ্রহী প্রার্থীরা আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট tincometax.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের সমস্ত নথি স্ক্যান করে নিজের কাছে রাখতে হবে কারণ সেগুলি আপলোড করতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেখে আসতে পারেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: SBI Mutual Fund: স্টেট ব্যাঙ্কের এই ফান্ডে ৪০ শতাংশ পাবেন বছরে, ১০ হাজার হয়ে গেছে ১৬ লাখ


Education Loan Information:

Calculate Education Loan EMI