Union Bank of India Jobs: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির (Recruitment News) সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। শিক্ষানবিশ নিয়োগ করবে এই ব্যাঙ্ক। এই নিয়োগের জন্য আবেদন করতে হলে সমস্ত তথ্য জানতে নজর দিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। কী যোগ্যতা লাগবে আর কতগুলি শূন্যপদ (Union Bank of India Jobs) রয়েছে একবার দেখে নিন।
কী যোগ্যতা লাগবে
এই নিয়োগের মাধ্যমে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫০০ জন শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়স কত হতে হবে
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমায় ছাড় রয়েছে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
মূলত তিনটি ধাপে ইউনিয়ন ব্যাঙ্কে এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। প্রথম ধাপে হবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। তারপরের ধাপে হবে মেডিকেল পরীক্ষা। আর সবশেষে হবে চূড়ান্ত নির্বাচন। মেধার ভিত্তিতে হবে এই নির্বাচন এবং এক্ষেত্রে প্রার্থীকে সমস্ত ধাপ উত্তীর্ণ হতে হবে।
কীভাবে আবেদন করবেন
প্রথমে আগ্রহী প্রার্থীদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে unionbankofindia.co.in যেতে হবে আবেদন করার জন্য।
এরপর হোম পেজ থেকে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে।
এরপরে অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই ট্যাবে ক্লিক করতে হবে প্রার্থীদের।
এরপর প্রার্থীদের সমস্ত নথি আপলোড করতে হবে।
আবেদনের ফি জমা দিতে হবে এরপরেই।
আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর তা ডাউনলোড করে রেখে দিতে হবে।
এর মধ্যেই ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কে অফিসার নিয়োগের প্রক্রিয়া। ৩০০ জন কর্মী নেওয়া হবে ইন্ডিয়ান ব্যাঙ্কে। সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSC GD Constable Exam 2025: পিছিয়ে গেল তারিখ, এসএসসির এই পরীক্ষার নোটিশ বেরোবে এই দিনে
Education Loan Information:
Calculate Education Loan EMI