RRC Apprentice Recruitment: দশম পাশ প্রার্থীদের জন্য চাকরির বড় সুযোগ, এবার নিয়োগ হবে রেলে। এই চাকরির জন্য আবেদন করেছেন ? দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষানবিশ পদের (Railway Recruitment) জন্য। যে সমস্ত আগ্রহী প্রার্থী আবেদনে ইচ্ছুক, ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই (Recruitment News) এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারেন। secr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে আপনাকে।
মোট ১০০৭টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদেরকে আগামী ৪ মে-র মধ্যে অনলাইনে আবেদন করে ফেলতে হবে শিক্ষানবিশ হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য।
কোন কোন এলাকায় হবে নিয়োগ
নাগপুর ডিভিশনে নিয়োগ হবে- ৯১৯টি পদে
ওয়ার্কশপ মোতিবাগে নিয়োগ হবে – ৮৮টি পদে
কী যোগ্যতা লাগবে
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রেলওয়েতে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে গেলে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে সেই প্রার্থীকে। আর আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
কীভাবে করবেন আবেদন
প্রথমেই আপনাকে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে secr.indianrailways.gov.in-এ।
তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে এবং সমস্ত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদনের ফি জমা করতে হবে এরপরে।
ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে হবে অ্যাকনলেজমেন্ট ফর্মটি।
আবেদনের ফি
ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদনের ফি দিতে হবে ১০০ টাকা, তাও এটি অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য। তবে এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও আবেদনের ফি দিতে হবে না।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য প্রার্থীদের মেধা তালিকার উপরে নির্বাচন করা হবে। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআইতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধা তালিকা প্রস্তুত করা হবে। তবে প্রার্থীদের মনে রাখতে হবে যে এর পরে নথি যাচাই প্রক্রিয়া এবং মেডিকেল টেস্টেও তাদের পাশ করতে হবে। নির্বাচিত হতে গেলে একজন প্রার্থীকে সমস্ত ধাপের পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI