Alakh Pandey Success Story: দেশজুড়ে যে নিট বিতর্ক (NEET Scam) চলছে, সেখানে সর্বভারতীয় নিটে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এক জনপ্রিয় শিক্ষক, দেশের মধ্যে ১০১তম ইউনিকর্ন সংস্থা আছে তাঁর। আর সেই শিক্ষকের লড়াইতে আশ্বাস পেয়েছেন হাজারও পরীক্ষার্থী। নিটকে ঘিরে গড়ে ওঠা আইনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ তিনি। কিন্তু সেই ব্যক্তি একদিন ছিলেন সামান্য এক টিউশন মাস্টার। কঠিন লড়াই আর অদম্য জেদ বুকে নিয়ে আজ ৮০০০ কোটির সংস্থার সিইও তিনি। অলখ পান্ডে (Alakh Pandey Success Story)। সারা দেশ তাঁকে এই নামেই একডাকে চেনে। কীভাবে এই উচ্চতায়, এই শীর্ষে উঠে এলেন তিনি ?  


যিনি আজ সারা দেশজুড়ে 'ফিজিক্সওয়ালা' নামে পরিচিত, তিনি একসময় বি-টেক পড়তে গিয়েও ব্যর্থ হয়েছিলেন। ২০১৪ সালে বি-টেক চতুর্থ বর্ষে অকৃতকার্য হওয়ার পরেই তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। তখনই এই চ্যানেলের নাম দেন 'ফিজিক্সওয়ালা' (Alakh Pandey Success Story)। চ্যানেল শুরু করার মুখ্য উদ্দেশ্য ছিল যাতে তিনি খুব সহজে ছাত্র-ছাত্রীদের পদার্থবিদ্যার জটিল বিষয়গুলি বোঝাতে পারেন। ১৯৯১ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন অলখ পান্ডে, তাঁর বাবার নাম সতীশ পান্ডে যিনি একজন বেসরকারি কনট্রাক্টরের কাজ করেন। বিশপ জনসন স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন অলখ পান্ডে। আইআইটিতে পড়ার সুযোগ হয়নি তাঁর, কানপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন অলখ। কিন্তু সেই পড়াও শেষ করতে পারেননি।


পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতার সুযোগে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট টিউশন পড়াতে শুরু করেন অলখ পান্ডে। একাদশ শ্রেণিতে পড়ার সময়েই ছাত্র পড়িয়ে তিনি প্রায় ৫০০০ টাকা উপার্জন করতেন। ছাত্র পড়াতে গিয়েই বুঝতে পেরেছিলেন যে বহু পরিবারে আর্থিক সামর্থ্য না থাকার কারণে ক্লাসরুম লেকচার নেওয়া সম্ভব হত না, টিউশন নেওয়াও সম্ভব হত না। আর তাই ২০১৪ সালে শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল 'ফিজিক্সওয়ালা-অলখ পান্ডে'। প্রথম দিকে তেমন সাফল্য না পেলেও পরে কোটা থেকে স্টাডি মেটেরিয়াল আনিয়ে নিজে পড়াশোনা করে ক্লাস নিতে শুরু করেন অলখ পান্ডে। আর ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর সাবস্ক্রিপশনের সংখ্যা। সম্প্রতি তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবার ১২.৫ মিলিয়ন।


২০২২ সালে অলখ পান্ডের এড-টেক প্ল্যাটফর্মের মূল্য ১.১ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর একটি ইউনিকর্ন সংস্থায় পরিণত হয়। অলখ পান্ডের বর্তমান ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৯৬.৮ কোটি টাকা।


আরও পড়ুন: IBPS Clerk Recruitment 2024: ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করবে আইবিপিএস কর্তৃপক্ষ, বিজ্ঞপ্তি প্রকাশ হলে কীভাবে আবেদন জানাবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI