UGC NET Results: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবারে ইউজিসি নেটের জুন সার্কলের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের ফলাফল দেখতে পারবেন এবং নিজেদের স্কোরকার্ডও (UGC NET Results 2024) ডাউনলোড করতে পারবেন, দেখা যাবে কাট অফ নম্বরও। এই ফলাফল পরীক্ষা করতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু নথি সাবমিট করতে হবে ওয়েবসাইটে আর তারপরেই নতুন উইন্ডোতে স্কোরকার্ড দেখা যাবে। কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।
সারা দেশজুড়ে নানাবিধ বিষয়ের উপর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ও পিএইচডিতে ভর্তির নির্ণায়ক পরীক্ষা হিসেবে আয়োজিত হয় ইউজিসি নেট (UGC NET Results 2024)। বছরে মোট দুবার করে হয় এই পরীক্ষা। একবার জুন মাসে, আর বছরের শেষ পরীক্ষা হয় ডিসেম্বরে। লক্ষাধিক পরীক্ষার্থী ২০২৪-এর জুন মাসের নেটে বসেছিলেন এবং তাদের ফলাফলের জন্য অপেক্ষার দিন এবার শেষ।
কবে হয়েছিল এই পরীক্ষা
এবারের জুন মাসের নেট যথাসময়ে আয়োজিত হয়নি নানা কারণে। প্রথমে স্থগিত করে দেওয়া হয় এই পরীক্ষা, পরে ফের আয়োজিত হয় অগাস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে। বিগত ২১, ২২, ২৩, ২৭, ২৮, ২৯, ৩০ অগাস্ট এবং ২, ৩, ৪, ৫ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল ইউজিসি নেট। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে লক্ষাধিক পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন। মট দুটি শিফটে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। প্রথম শিফট ছিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ছিল বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিবিটি মোডে আয়োজিত হয়েছিল পরীক্ষা
এই পরীক্ষাটি আয়োজিত হয়েছিল কম্পিউটার বেসড মোডে। পরীক্ষার কয়েকদিন পরেই প্রার্থীদের জন্য প্রভিশনাল আনসার কী-ও প্রকাশ করা হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (UGC NET Results 2024) পক্ষ থেকে। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল
ugcnet.nta.ac.in, ugcnet.ntaonline.in এবং nta.ac.in এই তিনটি ওয়েবসাইটেই দেখা যাবে ইউজিসি নেট ২০২৪-এর ফলাফল।
কীভাবে চেক করবেন ফলাফল
প্রথমেই নেট প্রার্থীদের উপরোক্ত তিনটি ওয়েবসাটের মধ্যে কোনো একটিতে যেতে হবে।
তারপর সেই ওয়েবসাইটের হোম পেজেই দেখা যাবে ফলাফলের লিঙ্ক ট্যাব। সেখানে ক্লিক করতে হবে।
এরপরে প্রার্থীর রোল নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য বসিয়ে সাবমিট করলে অন্য একটি উইন্ডো খুলে যাবে।
এখানে দেখা যাবে প্রার্থীর স্কোরকার্ড। নিজের ফলাফল দেখতে পাবেন প্রার্থীরা।
তারপর প্রার্থীরা এই স্কোরকার্ড এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।
কেউ চাইলে এই রেজাল্টের একটা প্রিন্ট আউট হার্ডকপি সঙ্গে নিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন: ITBP Recruitment 2024: নিয়োগ হবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?
Education Loan Information:
Calculate Education Loan EMI