Madhyamik Result 2021 Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীর , wb10.abplive.com-এ রেজাল্ট

আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Continues below advertisement

LIVE

Background

কলকাতা: করোনা আবহের মধ্যেই  আজ মাধ্যমিকের (Madhyamik Results 2021) ফলপ্রকাশ। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে এবারে ফল প্রকাশ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে (wbbse.wb.gov.in)। এবছরে আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর (Madhyamik Registration Number) ও ডেট অফ বার্থ দিলেও জানা যাবে মাধ্যমিকের ফলাফল।

করোনা আবহের (covid19) জেরে এবার মাধমিক বাতিল হয়েছিল। তাই স্বাভাবিকভাবে কোনও ছাত্রছাত্রী অ্যাডমিট (Madhyamik Admit Card) হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়েই এবারে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের প্রথমে wb10.abplive.com-এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ। 

অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্‍, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে (wbbse.wb.gov.in) ফল দেখা যাবে।  উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্‍, আগামী ২৩ জুলাই, স্কুল থেকে মিলবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেদিনই মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।  
  এবছর, মাধ্যমিক (WBBSE) ও উচ্চমাধ্যমিকে (WBCHSE) মেধাতালিকা পরম্পরায় ছেদ পড়ছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে না। 

 

Continues below advertisement
18:10 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, মত বিজ্ঞানী  বিকাশ সিংহের

এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, তফাতটা তো ধরে রাখা দরকার, এরা তো ভবিষ্যতে গিয়ে মার খাবে, আগে আমাদের সময় ফার্স্ট খুব কম ছিল, ৬০৭ পেয়েছে, ওকে ৭০০ দিয়ে দিতে পারত, এত ফার্স্টের মানে কী, এই গণতন্ত্র শিক্ষায় চলে না

17:14 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, বললেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি

অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, এরমধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না, পরীক্ষা দেওয়ার কোনও উপায় ছিল না, এত ছাত্রছাত্রীর দায় সরকারের উপরই আসবে এবং তা সরকারকেই করতে হবে। প্রতিক্রিয়া শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির। 

16:42 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২৫০ জনের নম্বর ৭০০ পাঠিয়েছিল সংশ্লিষ্ট স্কুল

স্কুলের পাঠানো নম্বর বহুক্ষেত্রে খতিয়ে দেখা হয়েছে। একটা সময়ে স্কুলের পাঠানো নম্বরে ৭০০-র মধ্যে ৭০০ পেয়েছিল প্রায় ২৫০ জন পরীক্ষার্থী। পর্ষদের হস্তক্ষেপে যাচাইয়ের পর, সর্বোচ্চ নম্বর নেমে দাঁড়ায় ৬৯৭। 

16:26 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী

এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। বাংলা, ইংরেজির মতো বিষয়ে ৯০ শতাংশর উপর নম্বর পেয়েছে ৭৮ হাজার ৩৭৬ এবং ৬৬ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী।

15:50 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে

এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। প্রায় সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে।

15:07 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পরীক্ষার্থীদের  অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

14:49 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: পরীক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 সব মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

14:45 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: wb10.abplive.com মারফত জানা যাচ্ছে ফল

এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com মারফত জানা যাচ্ছে ফল

14:30 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ

পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।

14:23 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: ছাত্রীর সংখ্যা ছিল  বেশি

এ বছর ছাত্রীর সংখ্যা ছিল  বেশি।

14:19 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:এবার পরীক্ষার্থীদের সবাই পাস

এবার পরীক্ষার্থীদের সবাই পাস করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী।

14:10 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০  লক্ষ ৭৯ হাজার ৭৪৯

এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০  লক্ষ ৭৯ হাজার ৭৪৯।

14:04 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ভূগোল বিষয়ে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

ভূগোল বিষয়ে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক তালিকা অনুযায়ী, কলকাতায় এই সংখ্যা ৩৩,১৪২। বর্ধমান অঞ্চলে ১৬,৬৫১। মেদিনীপুর অঞ্চলে এই সংখ্যা ১৮,৪৭২। উত্তরবঙ্গে এই সংখ্যা ১৫,০২৪।

13:57 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: ইতিহাস বিষয়ে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

ইতিহাস বিষয়ে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক তালিকা অনুযায়ী কলকাতা অঞ্চলে এই সংখ্যা ৩০,৩২২। বর্ধমান অঞ্চলে এই সংখ্যা ১৪,৭৪৮, মেদিনীপুর অঞ্চলে এই সংখ্যা ১৬,৪০২। উত্তরবঙ্গে এই সংখ্যা ১৩,৩৮৮।

13:51 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: জীবনবিজ্ঞানে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

জীবনবিজ্ঞানে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক তালিকা অনুযায়ী কলকাতা অঞ্চলে এই সংখ্যা ৩০,৩৮৭। বর্ধমান অঞ্চলে ১৪,৯৫২। মেদিনীপুর অঞ্চলে ১৮,০৯৪।উত্তরবঙ্গ অঞ্চলে ১৩,৬৮৭।

13:46 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates:পদার্থবিদ্যায় এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

পদার্থবিদ্যায় এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক তালিকা অনুযায়ী, কলকাতা অঞ্চলে এই সংখ্যা ১৯,৫৯০। বর্ধমান অঞ্চলে ৯,৫৫৭। মেদিনীপুর অঞ্চলে ১১,৮৯৪। উত্তরবঙ্গ অঞ্চলে এই সংখ্যা ৯,৮১৩।

13:35 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: অঙ্কে এএ প্রাপকদের অঞ্চল ভিত্তিক সংখ্যা

অঙ্কে এএ প্রাপকদের অঞ্চল ভিত্তিক তালিকা অনুযায়ী, কলকাতা অঞ্চলে এই সংখ্যা ১৮,৫১৩। বর্ধমান অঞ্চলে ৮,৭৫১, মেদিনীপুর অঞ্চলে ১১,৮২৮। উত্তরবঙ্গ অঞ্চলে ৯,১৩৫।

13:49 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live::ইংরেজিতে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

দ্বিতীয় ভাষা অর্থাৎ, ইংরেজিতে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক  তালিকায় কলকাতা অঞ্চলে এএ প্রাপকের সংখ্যা ২৫,১২৬। বর্ধমান অঞ্চলে ১৩,৯৭১ জন। মেদিনীপুর অঞ্চলে এই সংখ্যা ১৪,৯০৮। উত্তরবঙ্গে এই সংখ্যা ১২,৮৯৮।

13:48 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates:পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড

প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল। পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এ বছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম হয়েছেন ৭৯ জন। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 
এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com মারফত জানা যাচ্ছে ফল। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০  লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাস করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী।

13:29 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: বাংলা বিষয়ে এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা

এবারের মাধ্যমিকে ৯০ শতাংশর বেশি ফার্স্ট ডিভিশন পেয়েছেন। প্রথম ভাষা অর্থাৎ বাংলায় এএ প্রাপকদের অঞ্চলভিত্তিক সংখ্যা দেখে নেওয়া যাক। কলকাতা অঞ্চলে এই সংখ্যা ২৯,৪৬৭। বর্ধমান অঞ্চলে এই সংখ্যা ১৬,৮৪৪, মেদিনীপুর অঞ্চলে ১৭,১৪৮। উত্তরবঙ্গে এই সংখ্যা ১৪৯১৭।

13:49 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live: :২০১৯-এ পাসের হার ৮৬.০৭ শতাংশ

২০১৮-তে পাসের হার ছিল ৮৫.৪৯ শতাংশ। ২০১৯-এ পাসের হার ৮৬.০৭ শতাংশ। ২০২০-তে পাসের হার ছিল ৮৬.৩৪ শতাংশ।

13:07 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২০১৭-তে পাসের হার ছিল ৮৫.৬৫ শতাংশ

২০১৬-তে পাসের হার ছিল ৮৫.৭৪ শতাংশ। ২০১৭-তে পাসের হার ছিল ৮৫.৬৫ শতাংশ।

12:57 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২০১৪-তে মাধ্যমিকে পাসের হার ছিল ৮২.২৪ শতাংশ

২০১৪-তে মাধ্যমিকে পাসের হার ছিল ৮২.২৪ শতাংশ। ২০১৫-তে পাসের হার ছিল ৮২.৬৬ শতাংশ।

13:50 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live: ২০১২-তে পাসের হার ৮১.০৬ শতাংশ

২০১২-তে পাসের হার ৮১.০৬ শতাংশ। ২০১৩-তে পাসের হার ৮১.৮১ শতাংশ।

12:41 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২০১১-তে পাসের হার ৮০.৫৭ শতাংশ

২০১০-এ পাসের হার ছিল ৮১.৭৮ শতাংশ। ২০১১-তে পাসের হার ৮০.৫৭ শতাংশ।

12:36 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:২০০৮-এ মাধ্যমিকে পাসের হার ছিল ৭২.৪৬ শতাংশ

২০০৮-এ মাধ্যমিকে পাসের হার ছিল ৭২.৪৬ শতাংশ। ২০০৯-এ পাসের হার ছিল ৮১.৭৩ শতাংশ।

12:30 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২০০৬-এ পাসের হার ছিল ৬৪.৯৫ শতাংশ

২০০৬-এ পাসের হার ছিল ৬৪.৯৫ শতাংশ। ২০০৭-এ এই হার ছিল ৭৪.৫৭ শতাংশ।

12:22 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:২০০৫-এ মাধ্যমিকে পাসের হার ছিল ৭০.৫১ শতাংশ

২০০৫-এ মাধ্যমিকে পাসের হার ছিল ৭০.৫১ শতাংশ। ২০০৬-এ পাসের হার ছিল ৬৪.৯৫ শতাংশ।

12:11 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:২০০৪-এ পাশের হার ছিল ৭১.৬১ শতাংশ

২০০৩-এ পাসের হার ছিল ৭০.৪৫ শতাংশ। ২০০৪-এ পাশের হার ছিল ৭১.৬১ শতাংশ

12:05 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ২০০২-এ পাসের হার ছিল ৭০.১৯ শতাংশ

২০০১-এ পাসের হার ছিল ৭০.২৩ শতাংশ। ২০০২-এ পাসের হার ছিল ৭০.১৯ শতাংশ।

12:10 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ১৯৯৯-এ পাশের হার ছিল ৬৮.৯৪ শতাংশ

১৯৯৯-এ পাশের হার ছিল ৬৮.৯৪ শতাংশ। ২০০০ –এ পাসের হার ছিল ৭০.৪৫ শতাংশ।

12:01 PM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ১৯৯৬-এ পাসের হার ৬৫.৩৩ শতাংশ

১৯৯৬-এ পাসের হার ৬৫.৩৩ শতাংশ। ১৯৯৭-এ পাসের হার ছিল ৬৮.১৭ শতাংশ। ১৯৯৮-তে পাশের হার ছিল   ৬৯.৪৭ শতাংশ।

11:53 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ১৯৯৩-তে পাশের হার ৬৩.৬৬ শতাংশ

১৯৯৩-তে পাশের হার ৬৩.৬৬ শতাংশ। ১৯৯৪-তে এই হার ছিল ৬৫.৫৪ শতাংশ। ১৯৯৫-তে পাসের হার ৬৭.৭৫ শতাংশ।

11:50 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ১৯৯০-তে পাশের হার ছিল ৫৫.৫৭ শতাংশ

১৯৯০-তে পাশের হার ছিল ৫৫.৫৭ শতাংশ। ১৯৯১-এ ৫৯.৩৯ শতাংশ। ১৯৯২-তে পাশের হার ৬৯.৩৬ শতাংশ।

11:38 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:১৯৮৭-তে মাধ্যমিকে পাসের হার ছিল ৫৮.০২  শতাংশ

১৯৮৭-তে মাধ্যমিকে পাসের হার ছিল ৫৮.০২  শতাংশ। ১৯৮৮-তে এই হার ৫০ শতাংশ। ১৯৮৯-এ পাসের হার ৭০.২৩ শতাংশ।

11:27 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:১৯৮৫ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৬৬.৬৪ শতাংশ

এবার মাধ্যমিকে রেকর্ড ১০০ শতাংশ পাস। দেখে নেওয়া যাক, বিগত কিছু বছরের পাসের হার। ১৯৮৫ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। ১৯৮৬-তে এই হার ছিল ৫৪.৭৮ শতাংশ।


 

11:21 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাচ্ছে ফল

মাধ্যমিকের ফল জানতে পরীক্ষার্থীদের প্রথমে wb10.abplive.com-এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।  এরপর ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।  তারপর দিতে হবে ডেট অফ বার্থ।  এভাবেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। 


এবার মাধমিক বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে কোনও ছাত্রছত্রী অ্যাডমিট হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়ে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। 

11:26 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরের সঙ্গে মোট গ্রেড ও নম্বর জানতে পারছেন পরীক্ষার্থীরা

এবছর বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরের সঙ্গে মোট গ্রেড ও নম্বর জানতে পারছেন পরীক্ষার্থীরা

11:03 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত

পর্ষদ সভাপতি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বছরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

11:04 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: কীভাবে দেখবেন ফল


**LIVE WB Madhyamik Result 2021** WBBSE 10th Result: WB Board 10th Result 2021. West Bengal Madhyamik Shiksha Parishad 10th | WBBSE Result Dates



WBBSE Madhyamik Results 2021 LIVE: Register at ABP Ananda website to get your results for West Bengal Board of Secondary Education (WB Board) Madhyamik Exams 2021: CM Mamata Banerjee declare the result on 20 July amid the covid19 pandemic. Stay Tuned with ABP Ananda.

10:42 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: আগামী বছরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি

আগামী বছরের পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি

10:39 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে কোভিডবিধি মেনে মার্কশিট বিলি

আজ সকাল ১০ টা থেকেই বিভিন্ন জেলায় পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে কোভিডবিধি মেনে মার্কশিট, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে স্কুলগুলিকে।

10:37 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: মেধাতালিকা প্রকাশ হয়নি

করোনা আবহে এবার পরীক্ষা বাতিল হয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে কোনও মেধাতালিকা প্রকাশ হয়নি।

10:31 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: মোট নম্বরের থেকে মাত্র তিন নম্বর কম পেয়ে প্রথম ৭৯ জন

এবার প্রথম ৭৯ জন। মোট নম্বরের থেকে মাত্র তিন নম্বর কম পেয়ে প্রথম ৭৯ জন। এত সংখ্যক প্রথম স্থানাধিকারী এর আগে হয়নি। 

10:14 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: এবারের মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি

সবমিলিয়ে এবারের মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি। এত সংখ্যক ফার্স্ট ডিভিশনে পাস এই প্রথম

10:15 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি

এবার ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি.
Check Results on wb10.abplive.com

10:05 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ৯০ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস

৯০ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন পেয়েছে, এমনই খবর পর্ষদ সূত্রে

09:56 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ

করোনা আবহে এবছর, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দুটি পরীক্ষাই বাতিল হয়ে যায়। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ হল মাধ্যমিকের।

09:50 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ

পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। 

09:48 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: ১০ টা থেকে wb10.abplive.com ওয়েবসাইটে লগ ইন করে জানা যাবে ফল

ফল জানতে প্রথমে wb10.abplive.com ওয়েবসাইটে লগ ইন করতে হবে।এরপর ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ। 

09:43 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live Updates:পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড

পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এ বছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম হয়েছেন ৭৯ জন।

09:34 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল

প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল। পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এ বছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী।

09:27 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live Updates: সর্বোচ্চ নম্বর ৬৯৭, পেয়েছে ৭৯ জন

সর্বোচ্চ নম্বর ৬৯৭, পেয়েছে ৭৯ জন

09:23 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates:‘স্কুল থেকে আজই মিলবে মার্কশিট’

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘স্কুল থেকে আজই মিলবে মার্কশিট’

09:19 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: ১০০ শতাংশ পাস

‘এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাস’, সাংবাদিক বৈঠকে ঘোষণা পর্ষদের

09:09 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ 

এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ 

09:05 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live:মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক

মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক শুরু। প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল

08:44 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ

গত বছর ১০,০৩,৬৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ছিল ৮,৪৩,৩০৫।পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ

09:04 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: মাধ্যমিকের মার্কশিট কীভাবে

নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে।   এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়।  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 

08:15 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: আর কিছু সময়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল

আর কিছু সময়ের মধ্যেই প্রকাশিত হবে এবারের মাধ্যমিকের ফলাফল

09:05 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live: কীভাবে দেখা যাবে ফল

  ফল জানতে প্রথমে wb10.abplive.com ওয়েবসাইটে লগ ইন করতে হবে।এরপর ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ। 

07:44 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result Live Updates: মেধা তালিকা প্রকাশ করা হবে না

এবছর, মাধ্যমিকে মেধাতালিকা পরম্পরায় ছেদ পড়ছে। মধ্যশিক্ষা পর্ষদ  জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে না। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।


 

08:36 AM (IST)  •  20 Jul 2021

Madhyamik Result 2021 Live Updates: আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে

আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। তবে, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থী নয় অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরাক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে। 

Sponsored Links by Taboola