Madhyamik Result 2021 Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীর , wb10.abplive.com-এ রেজাল্ট

আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jul 2021 02:51 PM

প্রেক্ষাপট

কলকাতা: করোনা আবহের মধ্যেই  আজ মাধ্যমিকের (Madhyamik Results 2021) ফলপ্রকাশ। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে এবারে ফল প্রকাশ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা...More

Madhyamik Result 2021 Live: এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, মত বিজ্ঞানী  বিকাশ সিংহের

এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, তফাতটা তো ধরে রাখা দরকার, এরা তো ভবিষ্যতে গিয়ে মার খাবে, আগে আমাদের সময় ফার্স্ট খুব কম ছিল, ৬০৭ পেয়েছে, ওকে ৭০০ দিয়ে দিতে পারত, এত ফার্স্টের মানে কী, এই গণতন্ত্র শিক্ষায় চলে না