WBCS Exam 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঘোষণা করেছে যে ২০২৪ সালের ডিসেম্বর মাসে যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষা আয়োজিত হতে চলেছে সেখানে সিলেবাসের (WBCS Syllabus) ক্ষেত্রে কোনও বদল হবে না। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টই লেখা আছে আগামী ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারি ধাপের পরীক্ষা আয়োজিত (WBCS Executive Exam 2024) হবে এবং সেই পরীক্ষা সম্পূর্ণই পুরনো সিলেবাসে হবে। সেখানে কোনও বদল হবে না এই বছর। তবে একইসঙ্গে এও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাস আগামী বছর ২০২৫ সাল থেকে বদলে যেতে চলেছে।


পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০ অগাস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৩ সালের ১৫ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যে নতুন সিলেবাস ও পরীক্ষার প্যাটার্নের কথা ঘোষণা করা হয়েছিল, ২৪ জুলাই যে সমস্ত বদল আনা হয়েছিল পরীক্ষা, তা সবই একত্রে ২০২৫ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কার্যকর হবে। তবে একইসঙ্গে পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালে যে পরীক্ষা আয়োজিত হবে, তা পুরনো সিলেবাস মেনেই হবে, সেখানে কোনও বদল হয়নি।


২০২৪ সালে প্রিলিমিনারি এবং মেনস দুটি পরীক্ষাই হবে পুরনো সিলেবাস অনুযায়ী। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাসে যে যে বদল আসার কথা সেই পরিবর্তিত সিলেবাস খুব শীঘ্রই ওয়েবসাইটে দেওয়া হবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাস অনুযায়ী এই বছর সিভিল সার্ভিস পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।


এই সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষাতে মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে বিভিন্ন ক্যাটাগরি থেকে। এর মধ্যে থাকবে ইংরেজি কম্পোজিশন, সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতের এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি ও অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন, সাধারণ মানসিক বুদ্ধ্যঙ্ক। এই ৮টি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বরের প্রশ্ন আসবে প্রিলিমিনারি পরীক্ষাতেই। অন্যদিকে সিভিল সার্ভিসের মেনস পরীক্ষায় ৬টি কম্পালসারি পেপার থাকছে এবং থাকছে একটি ঐচ্ছিক বিষয়। এই লিখিত পরীক্ষা ছাড়াও একটি পার্সোনালিটি টেস্ট দিতে হবে পরীক্ষার্থীদের।


আরও পড়ুন: India Post GDS Result 2024: গ্রামীণ ডাকসেবকের আবেদন করেছিলেন ? সার্কল অনুযায়ী প্রকাশ্যে ফলাফল- কীভাবে দেখবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI