WBJEE Result Live: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল

WBJEE Result Live Updates: প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রাসের ফল

ABP Ananda Last Updated: 26 May 2023 03:13 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। বিকেল ৪ টে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। পশ্চিমবঙ্গে...More

পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার

পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র
তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পঞ্চম অয়ন গোস্বামী, দুর্গাপুুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ষষ্ঠ অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল সোদপুরের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম রাজস্থানের কিন্তন সাহা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে নবম রাজস্থানের রক্তিম কুণ্ডু।রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়ার হোলি অ্যাঞ্জেলস স্কুলের ছাত্র।