WBJEEB Registration: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৫ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গতকাল ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB 2025) অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-এ গিয়ে এর জন্য আগ্রহী প্রার্থীকে নিবন্ধন করতে হবে, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়া।


গুরুত্বপূর্ণ তারিখ


আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি (WBJEEB 2025) পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে এই আবেদনের জন্য কারেকশন উইন্ডো খুলবে। আর এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখে। ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিটও দেওয়া হবে পরীক্ষার্থীদের।


কী যোগ্যতা লাগবে


জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তবে ভারতের বাইরের নাগরিকরাও এই পরীক্ষায় বসতে পারবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তারা এই পরীক্ষায় বসতে পারেন। সর্বভারতীয় স্তরে কেবলমাত্র অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রেই কেবলমাত্র এই বিদেশি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন।


আগ্রহী প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, বা ২০২৫ সালের মধ্যে সমতুল ডিগ্রি থাকতে হবে কিংবা একই যোগ্যতার পরীক্ষা দেবেন এমন হতে হবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের নিরিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। ১২ ডিসেম্বর ২০০৮ সালের আগে বা একইদিনে জন্ম নেওয়া প্রার্থীরাই কেবল এই পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই, কেবলমাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ২৫ বছর।


আবেদনের ফি


পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEEB 2025) আবেদনের জন্য ফি হিসেবে অসংরক্ষিতদের ক্ষেত্রে পুরুষ হলে ৫০০ টাকা, মহিলা হলে ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য পুরুষ হলে ৪০০ টাকা, মহিলা হলে ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ২০০ টাকা আবেদনের ফি দিতে হবে।


কবে পরীক্ষা


আগামী ২৭ এপ্রিল আয়োজিত হবে এই পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রথম পত্র থাকবে গণিতের যা হবে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত, দ্বিতীয় পত্রে থাকবে পদার্থবিদ্যা ও রসায়ন যা হবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত।


আরও পড়ুন: Madhyamik Exam 2025 : মাধ্যমিকে ইংরাজিতে কী করলে উঠবে ভাল নম্বর ? হাতের মুঠোয় বিশিষ্ট শিক্ষিকার পরামর্শ; এবার গুরুত্বপূর্ণ কী কী


Education Loan Information:

Calculate Education Loan EMI