রায়গঞ্জ: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সেই আবহে বিজেপি-কে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নরেন্দ্র মোদি যে ৪০০ পারের স্বপ্ন দেখছেন, তা পূরণ হওয়া তো দূর, বরং বিজেপি-কে ৪৪০ ভোল্টের ঝটকা খেতে হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক। বিজেপি-কে ৪৪০ ভোটের ঝটকা দিতে ভোটবাক্সে বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে আহ্বান জানালেন তিনি। (Lok Sabha Elections 2024)


আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ। সেখানে কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর হয়ে এদিন প্রচারে যান অভিষেক। তিনি বলেন, "কাল প্রথম দফার ভোট ছিল। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কাল বাংলা-বিরোধীদের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছেন। যে যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাকে জবাব দেওয়া উচিত। আগামী ২৬ তারিখ তৃণমূলকে ভোট দিয়ে এত জোরে বোতাম টিপবেন যাতে দিল্লিতেও ঝটকা লাগে। দিল্লিতে ভূমিকম্প আনতে হবে।" (Raiganj Constitution)


বিজেপি-কে আক্রমণ করে অভিষেক আরও বলেন, "মোদি বলছেন, ৪০০ পার, আমি বলছি ৪৪০ বোল্টের ঝটকা দিতে হবে।" অভিষেক জানান, বাংলার সম্প্রীতি-সংস্কৃতি নষ্টের চেষ্টা করে যে বিজেপি, তাদের ৪০০ পার নয়, ৪৪০ ভোল্টের ঝটকা দিতে হবে। আগামী ২৬ তারিখ বাংলাকে বিজেপি মুক্ত করার লড়াইয়ে রায়গঞ্জবাসীকে আহ্বান জানান তিনি। 'বাংলা বিরোধী বিজেপি'কে তাড়াতে একজোট হতে বলেন সকলকে। 


আরও পড়ুন: Lok Sabha election 2024: 'আমরা দিল্লির কাছে মাথা নত করব না',বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের।


বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে আবারও সুর চড়ান অভিষেক। তাঁর অভিযোগ, ED, CBI-কে ব্যবহার করে একটার পর একটা সরকার ফেলে দিচ্ছে বিজেপি। এবারের নির্বাচনেই এর জবাব দিতে হবে। এবারের নির্বাচনে বিজেপি জিতে গেলে দেশে আর নির্বাচন হবে না বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন অভিষেক। 


বাংলাকে উত্তরপ্রদেশ, গুজরাত বা মধ্যপ্রদেশ ভেবে ২০২১ সালেও ভুল করেছিল বিজেপি, আবারও তা ভাবলে বড় ভুল করবে গেরুয়া শিবির, মত অভিষেকের। তিনি জানান, ED-CBI দিয়ে কম ভয় দেখানো হয়নি তাঁকে। তাঁর মা-বাবা, বাচ্চাকে পর্যন্ত ছাড়া হয়নি। তার পরও তিনি মাথা উঁচু করে লড়াই করে চলেছেন। কারণ দিল্লির কুকুর হয়ে নয়, বাংলার রয়্যাল বেঙ্গল হয়ে লড়াই করে যাবেন তিনি।