Exit Poll Live: বিহারে বিজেপি-ঝড়ের ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়

Cvoter Exit Poll Live Updates: শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। কার দখলে যেতে পারে কটা আসন? এক্সিট পোল লাইভ সন্ধে সাতটায়

ABP Ananda Last Updated: 01 Jun 2024 11:15 PM

প্রেক্ষাপট

আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফার ভোটগ্রহণ। সারা দেশে একাধিক আসনে ভোট রয়েছে। ভোটগ্রহণ হবে বারাণসী কেন্দ্রে। যেখানে প্রার্থী খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi)। সপ্তম দফায় ১ জুন ভোট...More

Exit Poll Live: বিহারে বিজেপি-ঝড়ের ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়

বিহারের ৪০টি আসনের মধ্য়ে ৩৪ থেকে ৩৮টি আসন পেতে পারে NDA। কংগ্রেস, আরজেডি এবং বামেদের জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন।